Last Updated on August 2, 2023 9:42 PM by Khabar365Din
৩৬৫ দিন। ট্যুরিস্ট গৌরব চট্টোপাধ্যায়।লন্ডনের রাস্তায় উষ্ণতা ছড়াচ্ছেন স্বামী-স্ত্রী দুজনেই।সেই ছবিই শেয়ার করলেন অভিনতা নিজেই। সেই ছবিগুলিতেই উঁকি দিচ্ছে স্ত্রী দেবলীনা কুমার।মাঝে মধ্যেই সময় পেলে তাঁরা উড়ে যান লন্ডনে।তাছাড়াও দুজনেই প্রচন্ড ঘুরতে ভালোবাসেন।ইনস্টাগ্রামে তাঁদের ছবিতে ছয়লাপ।সেখানেই দেখা যাচ্ছে,সূর্যের আলোতে যেনও ঝলসাছে তাঁদের ছবি।প্রসঙ্গত, এর আগেও একবার লন্ডনে ঘুরতে গিয়েছিলেন তাঁরা।শুধু ঘোরাই নয় একগুচ্ছ রিলসও বানিয়ে ফেলেছেন।
কোথাও নাচছেন, কোথাও বুমেরাং সব মিলিয়ে জমজমাট।আসলে, নাচ দেবলীনার প্রথম ভালবাসা। অনেক ছোট থেকেই প্রশিক্ষক রেখে নাচের তালিম নিয়েছেন তিনি।ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এও মেন্টরের ভূমিকা পান করতে দেখা গেছে এই টলিপাড়ার অভিনেত্রীকে।নাচ ছাড়াও ফিটনেস নিয়ে দারুণ সতর্ক তিনি।যাকে বলে অত্যন্ত সচেতন।ফিটনেসের কারণেই অনেকসময় চর্চায় থাকেন তিনি। প্রায়শই জিম থেকে নিজের শরীরচর্চার ছবি কিংবা ভিডিয়ো নিজের ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করে থাকেন দেবলীনা।শুধু তিনিই নন স্বামী গৌরব চট্টোপাধ্যায়ও ফিটনেস ফ্রিক।