শাহরুখকে জন্মদিনের
শুভেচ্ছা সম্পাদকের

0

Last Updated on November 2, 2021 9:31 PM by Khabar365Din

৩৬৫ দিন। জনাব শাহরুখ খান, আজ আপনার জন্মদিন। আপনি দীর্ঘজীবী হোন। আপনার কত বয়স তা আমরা জানতে চাই না। সুপারস্টারের কোনও বয়স হয় না। কথা হল, শুধু সুপারস্টার হলে সম্পাদকীয়র প্রয়োজন হতো না। প্রয়োজন হল, কেননা ইওর নেম ইজ খান। বড় দুঃসময় চলছে। ধর্মকে অবলম্বন করে, ক্ষমতায় টিকে থাকা এক অশিক্ষিত শাসকদল আর তার হনুমান চেলা চামুন্ডারা লম্ফঝম্ফ করেই চলেছে, তার দু-একটি বাংলাতেও লেজ দোলাচ্ছে। ভারতীয় সাধারণ মুসলমানরা সন্ত্রস্ত। শিল্পী বুদ্ধিজীবীদের বশে আনার জন্য, স্বাধীনতা হরণের জন্য সব ধরণের হীনচক্রান্ত চলছে, বুল ডগের মতো লেলিয়ে দেওয়া হচ্ছে এজেন্সিকে।

ধর্মীয় বশ্যতার কাছে মাথা নত কর, হয় সংখ্যাগুরুর চামচাবাজী কর, নয়ত তোমায় ফাঁদে ফেলব। কিছু মানুষ যাদের খাঁচায় ভরে রাখা উচিৎ, তারা গরিলার মতো বুক বাজিয়ে ধর্মের নামে দাঙ্গার ডাক দিচ্ছে। একথা বলছি না যে, এরা চিরকাল থাকবে। পতনের আওয়াজ শুরু হয়ে গেছে, এদের পতন আসন্ন। তবু এই জঘন্য, বিবমিষা পরিবেশে আপনার মতো একজন শিল্পী যে মনন ও মেধার আশ্রয়ে অবিচলিত, জড়তাহীন কণ্ঠে বলতে পারছেন ‘মাই নেম ইজ খ ান’। এটাই ভারতীয় হিন্দু-মুসলমান সমাজের কাছে সবচেয়ে গৌরবের। আপনাকে স্যালুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here