Poonam Panday: জন্মদিনে পুনম পান্ডে প্রকাশনায়, ইরোটিকস ম্যাগাজিন

0

Last Updated on March 10, 2023 9:08 PM by Khabar365Din

৩৬৫ দিন।অন্তর্বাস না পড়ে ভাইরাল ছবি থেকে শুরু হাজতবাস।এমন কিছু নেই যে তাঁর জীবনে হয়নি।বিতর্ক থেকে উষ্ণতা।সবেতেই বিতর্কে এক নম্বর।তিনি পুনম পান্ডে।তবে জন্মদিনে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন।আগামী বছরেই নিজের একটি প্রকাশনা সংস্থা শুরু করতে চলেছেন তিনি।মূলত ইরোটিকস বুকই প্রকাশ করা হবে এই সংস্থা থেকে।

তবে এই প্রকাশনা সংস্থার নাম এখনও ঠিক হয়নি বলেই জানা গিয়েছে।জন্মদিনে বরাবরই নতুন কিছু করেন এই কন্ট্রোভার্সিয়াল অভিনেত্রী।এবছরও ব্যতিক্রম নয়।প্রকাশনা সংস্থা খোলা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে।প্রসঙ্গত, এবছর ১১ মার্চ অর্থাৎ শনিবার ৩১ বছর বয়সে পড়তে চলেছেন তিনি।তবে শুধুই নায়িকা নন, তাঁর ভক্তদের কাছেও এই দিনটি উদযাপনের।

কেন না, পুনম যা কিছু করেন, তার প্রায় সবটাই নিবেদিত হয় ভক্তদের কথা ভেবেই!মনে আছে ২০১১ সালের কথা? সেই সময়েই পুনম পাণ্ডে নামটির সঙ্গে আমাদের পরিচিত হয়। পুনম দাবি করেছিলেন যে ভারত বিশ্বকাপ জিতলে তিনি সোশ্যাল মিডিয়ায় নগ্ন হয়ে ধরা দেবেন।পুনম কথা রাখেননি! তবে বলিউডের অন্দরমহল বলে অন্য কথা।মাঝে মাঝেই তিনি যে সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক সৌন্দর্যের ঝড় তোলেন,তা সেই কথা রাখার জন্যই।পুনমকে দেশের বিনোদন জগৎ চিনেছে ইরোটিক স্টার হিসেবে।এবার জীবনের নতুন ইনিংস খেলতে নামছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here