সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ‘কাঁচা বাদাম’

1
Kacha Badam Singer Bhuban Badyakar

Last Updated on March 9, 2022 3:08 AM by Khabar365Din

৩৬৫দিন। গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কাঁচা বাদাম গান খ্যাত ভুবন বাদ্যকার (Bhuban Badyakar)। গাড়ি কিনে গাড়ি শিখতে গিয়ে সোমবার দেওয়ালে গিয়ে ধাক্কা মারেন। বুকে ও মুখে চোট লাগে, সঙ্গে সঙ্গে তাকে সিউড়ি হাসপাতালে (Suri Super Speciality Hospital).ভর্তি করা হয়।কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ভুবন বাধ্য করে গুরুতর নয় তাই তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কাঁচা বাদাম (Kacha Badam) গান গেয়ে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যান ভুবন বাদ্যকর। কলকাতা থেকে ক্যালিফোনিয়া সর্বত্রই হিট হয় কাঁচা বাদাম গান। সাড়ে তিন লক্ষ টাকায় একটি সংস্থা কে গানের কপিরাইট বিক্রি করেন ভুবন। আর সেই টাকাতেই সেকেন্ডহ্যান্ড একটি গাড়ি কেনেন। তারপরই গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হলো ভুবন বাদ্যকারকে।

1 COMMENT

  1. ভুবন বাদ্যকর হয়ে গেল ভুবন বাধ্য করে?☺️☺️☺️ কবে আর সঠিক লেখা পাবে পাঠক? কারা লেখে খবরগুলো?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here