ডিজনি প্লাস হটস্টারে ৭ জুলাই থেকে শুরু হতে চলেছে কফি উইথ করণ

0

Last Updated on June 19, 2022 7:57 PM by Khabar365Din

৩৬৫দিন। শুরু হতে চলেছে কফি উইথ করণ সিজন ৭। তবে এবার টিভির পর্দায় নয় ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ৭ জুলাই থেকে শুরু হতে চলেছে এই শো। সম্প্রতি এক টকশোতে গিয়ে কফি উইথ করণ প্রিমিয়ার এর সম্পর্কিত সমস্ত তথ্য ঘোষণা করেন।

অন্যদিকে কিছুদিন আগে ইনস্টাগ্রামে তিনি জানিয়েছিলেন টিভির পর্দায় আর ফিরবে না ‘কফি উইথ করণ’। পরে তিনি জানান এটা সম্পুর্ন একটা মজা চিরতরের মতো মোটেই ইতি পড়ছে না কফি উইথ করণ’ শো-তে। শুধু পালটে যাচ্ছে মাধ্যম। হ্যাঁ, এবার আর টেলিভিশনের পর্দায় দেখা যাবে না এই সেলিব্রেটি টক শো। পরিবর্তে কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টারে’ স্ট্রিম হবে ‘কফি উইথ করণ’।

নতুন সিজনে থাকছে কফি উইথ করণ-এর সুপারহিট ব়্যাপিড ফায়ার রাউন্ড, এর পাশাপাশি নিত্যনতুন গেম, যেমন- কফি বিংগো, ম্যাশড আপ। আগের সিজনের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর আর বিনোদনে ভরপুর হবে ‘কফি উইথ করণ’-এর সাত নম্বর সিজন, কথা দিলেন করণ। করণের সঙ্গে কফির কাপে চুমুক দিতে দিতে আড্ডা দেবেন বলিউডের রথী-মহারথীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here