Last Updated on June 16, 2022 6:42 PM by Khabar365Din
৩৬৫দিন। একঘেয়ে চরিত্র করে ক্লান্ত হয়ে পড়েছেন মাধুরী দীক্ষিত। এবার ছকভাঙা চরিত্রে বাজিমাত করতে আসছেন তিনি। ফেম গেম’ সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় সফর শুরু করেছেন বলিউডের ডান্সিং ডিভা। এবার শোনা যাচ্ছে, সমকামী চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। আমাজন প্রাইমে দেখা যাবে আনন্দ তিওয়ারি পরিচালিত সিরিজ মাজা মা তে। তবে শুরুতেই ছবি করার জন্য রাজি ছিলেন না তিনি।
তিনি ভেবেছিলেন দর্শক তাকে এভাবে নিতে পারবেন না। সিরিজটির দুর্নাম হবে। পরে তাকে জানানো হয় চিত্রনাট্য এমনভাবে সাজাতে হয়েছে যাতে বিষয়টি খুব সহজেই দর্শক মেনে নিতে পারেন। আর চিত্রনাট্য শুনেই এমন চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন মাধুরী। আজও বহু পুরুষের স্বপ্নসুন্দরী মাধুরী দীক্ষিত।
সূত্রের খবর সত্যি হলে, এবার এক্কেবারে অন্যভাবে অভিনেত্রীকে দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যেই ছবির ফার্স্টলুক প্রকাশ করেছেন পরিচালক আনন্দ তিওয়ারি। ছবিতে মাধুরী ছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে গজরাজ রাও, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, মলহার ঠাকুর, রজিত কাপুর, সিমোন সিং এবং বাঙালি অভিনেতা ঋত্বিক ভৌমিককে।
সম্পূর্ণ কমেডি ধাঁচের এই ছবির মাধ্যমে সামাজিক বার্তা প্রদান করতে চলেছেন পরিচালক।