Last Updated on February 21, 2023 7:08 PM by Khabar365Din
মুম্বই উত্তর-পূর্ব শহরতলির চেম্বুরে একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানে গায়ক সোনু নিগম ও তার সাংগীতিক টিমের সদস্যরা শারীরিকভাবে আক্রান্ত হলেন। বিশ্বস্ত সূত্র থেকে খবরে জানা যাচ্ছে মুম্বইয়ের চেম্বুরের যে অঞ্চলে অনুষ্ঠানটির চলছিল, সেখানকার স্থানীয় উদ্ধব ঠাকরে সমর্থিত শিবসেনার এমএলএ গায়ক সনু নিগাম ও তার ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন। প্রথমে উদ্ধব ঠাকরে সমর্থিত শিবসেনা দলের ওই এমএলএ সোনু নিগমের ম্যানেজার সায়রাকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। কার পরি দেখা যায় ব্যাকস্টেজের সিঁড়িতে সোনু নিগমকে তিনি ধাক্কা মারছেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শীর মতে, যখন সনু নিগমের বডিগার্ড তার এক সহকারি এবং সোনু নিগমের মধ্যে এসে পড়েন। প্রথমে সনু নিগমের বডিগার্ড পিছন থেকে ধাক্কা খেয়ে মঞ্চের সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যান। তারপরেই উদ্ধত ভঙ্গিতে ওই এমএলএ সোনু নিগমকে ধরতে যান। তখনই সনু নিগমের বন্ধু এবং গায়ক রব্বানী খান ওই আক্রমণকারীকে বাধা দিতে যান। সঙ্গে সঙ্গে রব্বানী খানকেও সাত ফুট উঁচু মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।
মুম্বইয়ের ছেম্বুর এই ঘটনাকে সোনু নিগম শারীরিকভাবে তেমন আহত হননি। কিন্তু রব্বানী খান সহ তাকে বাঁচাতে আসা দুই সহকারীর বেশ ভালোই আঘাত লেগেছে। স্বাস্থ্য সূত্র থেকে জানা যাচ্ছে রব্বানী খানকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। রব্বানি খান সোনু নিগমের ক্লাসিকাল গানের শিক্ষক উস্তাদ গুলাম মোস্তফা খানের ছেলে। যিনি ২০২১ সালে প্রয়াত হয়েছেন। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সোনু নিগম তার আহত ওই বডিগার্ড এবং রব্বানী খান দুজনকে নিয়ে হসপিটালে পৌঁছেছেন। দুজনেরই শরীরের কোনও হাড় ভেঙে গিয়েছে কিনা তার জন্য তাদের এক্সরে করা হয়েছে।