Nora Fatehi: ঝলমলে পোশাকে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা ফাতেহি, ছবি শেয়ার করতেই ভাইরাল

0

Last Updated on April 29, 2023 1:18 PM by Khabar365Din

৩৬৫দিন। নোরার কিলার লুক দেখে পাগল হচ্ছেন আট থেকে আশির ভক্তরা। এই পোশাকের সঙ্গে মানানসই সাজ সেজেছেন নোরা। ঝলমলে পোশাক পরে ছবি শেয়ার করে অনুগামীদের মুগ্ধ করলেন নোরা ফতেহি। নয়া ফটোশ্যুটে নেটমাধ্যমে জ্বলজ্বল করছেন অভিনেত্রী । সাদা মনি মুক্ত বসানো পোশাকে ইনস্টাগ্রামে ফটোশ্যুটের ঝলক শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।

হল্টার নেক বডি হাগিং লং ড্রেসের সঙ্গে তার অভাবনীয় হট লুক মন ভুলিয়েছে দর্শকদের। এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তার পুরুষের কাছে আমি তার স্বপ্নের মেয়ে ভাবছো কিন্তু আমি যখন আসি তখন সে দাঁত ব্রাশ করে। সোশ্যাল মিডিয়ায় নোরা ফাতেহি এই নামটা মানেই একটা আলাদা অনুভূতি, মন খারাপের মাঝেও একরাশ খুশি। নোরার লুকস থেকে ডান্স মুভস সবকিছুতেই কুপোকাত অনুরাগীরা। বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনাম জুড়ে একটাই নাম ঘুরছে সেটা হলো নোরা ফাতেহি।

একের পর এক ভাইরাল হওয়া ভিডিও-র মুখ এখন এই বলিকন্যা। অভিনয়ের পাশাপাশি নাচের জগতে তাঁর যে এক ভিন্ন পরিচিতি তা অজানা নয় কারুর। এরই মাঝে ফ্যাশন কুইন হয়ে উঠলেন নোরা। অভিনেত্রীর শরীর ঢাকা হিরের মতো ট্রান্সপারেন্ট পোশাকে, সেখান থেকে চুইয়ে পরছে উষ্ণতা। এখন ডিজিটালের যুগ! সোশ্যাল মিডিয়ার রমরমা।

আর সেই যুগের করছেন তারকারাও। তারকারা প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সবরকম আপডেট দিতে থাকেন। প্রিয় তারকার ছবি বা ভিডিও লাইক-শেয়ার করতে উঠেপড়ে লাগেন ভক্তগণ। সোশ্যাল মিডিয়ার রমরমার তালিকায় নাম নিজের নাম লিখিয়ে ফেলেছেন নোরাও। এককথায় বর্তমানে নেট দুনিয়া কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে বলি অভিনেত্রী নোরা ফতেহির উদ্দাম নাচের ভিডিও থেকে ফটো।

অভিনেত্রীর ছবি বা ভিডিও পোস্ট করতে দেরি মুহূর্তে হয়ে যায় ভাইরাল। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ সক্রিয় ‘সাকি গার্ল’ নোরা ডান্সার। প্রায়ই হট অবতারে হাজির হন তিনি। এরই মাঝে নতুন বছরে সোশ্যাল মিডিয়া কাঁপছে নোরার একটি ফটোশুটের ভিডিওতে। যেখানে নোরাকে লক্ষ্য করা যাচ্ছে খোলা চুলে একটি সিলভার রঙের গাউন পরে ক্যামেরার পোজ দিতে। অভিনেত্রীর চোখের চাউনি আর হীরের মতো চকচকে পোশাকই মন জিতে নিয়েছে অনুরাগীদের। ভিডিও পোস্ট হতে না হতেই স্বল্প সময়ে আড়াই লক্ষের বেশি নেটিজেনরা লাইক করে ফেলেছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভক্তকুল লুটেপুটে খাচ্ছে নোরার হট ভিডিও। তার দিক থেকে চোখ ফেরানো দায় ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় সব সময়েই সক্রিয় থাকেন। ৪৩.৩ মিলিয়ন মানুষ নোরাকে ইনস্টাগ্রামে অনুসরণ করে থাকেন।