Last Updated on September 28, 2020 10:18 PM by Khabar365Din
৩৬৫ দিন। লন্ডনের ঐতিহাসিক রয়্যাল অপেরা হাউসে এই প্রথম কোনও ভারতীয় চলচ্চিত্রের মহাতারকার স্মরণে অনুষ্ঠান হচ্ছে। দেব আনন্দের ৯৭তম জন্মদিন উপলক্ষে তাঁর পুত্র সুনীল আনন্দ এবং এশিয়ান কালচারাল ইনটিগ্রিটি’র উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। ১ নভেম্বর অনুষ্ঠানটি হবে। দেশ থেকে কেবল অমিতাভ বচ্চন এবংশাহরুখ খানকে আমন্ত্রণ জানানাে হয়েছে। দু’জনেই ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে দেব আনন্দ স্মরণে স্মৃতিচারণ করবেন। কিন্তু কেন শুধু অমিতাভ আর শাহরুখ? আসলে দেব আনন্দের পরিবার জানিয়েছে, তারকাদের মধ্যে এই দু’জনেই কেবল দেব আনন্দের প্রতি জন্মদিনে শুভেচ্ছা জানান এবং দেবসহাব এই দু’জনকেই মনে করেন ভারতীয় সিনেমার দুই আন্তর্জাতিক স্তম্ভ। ২৬ সেপ্টেম্বর ছিল দেব আনন্দের ৯৭তম জন্মবার্ষিকী। তরুণ প্রজন্ম মনে না রাখলেও ভােলেননি অমিতাভ, শাহরুখরা। অমিতাভ ব্লগে লেখেন, দেব সাহেব, জন্মদিন মুবারক। দেব আনন্দকে আমি নিজের গুরু মানি আজও। হাবভাব, চলাফেরা, পােশাকের দিক থেকে ওঁকে নকল করার চেষ্টা করেছি কতবার। পুল ওভারের ওপর শার্টের হাতা গুটিয়ে পরতাম। মেহবুব স্টুডিওর অফিসে ঢােকার কিংবা বেরােনাের সময় করিডােরে সবাইকে দেখে হাত নাড়তেন। ফিয়েট গাড়ি করে যখন বেরােতেন দেখেছি ড্রাইভারের পাশের সিটে বসতে। কোনও অহঙ্কার ছিল না। হিরােসুলভ আচরণ যেন জন্মগত। তবে ব্যবহার ছিল অমায়িক। দেব একবার শাহরুখকে বলেছিলেন, হিরােদের প্রকাশ্যে সিগারেট খাওয়া একেবারেই উচিত নয়। ফ্যানদের কাছে ভুল বার্তা যায়। আজ পর্যন্ত কিং খান আর প্রকাশ্যে সিগারেট খাননি কখনও। আমার আসক্তি ওঁর পরামর্শেই কমেছে, স্বীকার করেন গৌরী, বলেন শাহরুখ।