Last Updated on September 25, 2023 12:56 PM by Khabar365Din
৩৬৫ দিন। জন্মদিনটা এভাবেই স্মরণীয় কিরে রাখতে চেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তাই ২৩ সেপ্টেম্বর দিনটিকেই বেছে নিয়েছিলেন তাঁর বাংলা কপ ইউনিভার্স এর দশম অবতার ছবির ট্রলারের এক ঝলক সবাইকে দেখানোর জন্য। যদিও অফিসিয়ালি আগামী কাল প্রযোজক এসভিএফ ছবির ট্রেলার সামনে আনছে,কিন্তু পরিচালকের জন্মদিন আকর্ষণীয় করে রাখতেই এই উদ্যোগ আজ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজক সংস্থা। পরিচালক সৃজিতের জন্মদিন পালনের পাশাপাশি ছবির ট্রেলার দেখতে হাজির ছিলেন ছবির প্রধান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছিলেন যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া এহসান সহ পুরো দশম অবতারের টিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুপম ইসলাম। প্রায় আড়াই মিনিটের ট্রলারে টানটান দৃশ্য তাক লাগিয়ে দেওয়ার মত। যদিও অত্যুৎসাহী, প্রচুর অতিথি এবং হটাৎ জন্মানো শখের ইউটিউবারদের জন্য যারা সত্যই অনেক আগ্রহ নিয়ে বাংলা চলচ্চিত্রের প্রথম কপ ইউনিভার্স ছবিটি সম্পর্কে জানতে এসেছিলেন, তারা ট্রলারের একটি দৃশ্যও ভালো করে দেখতে পারেন নি, একই সঙ্গে কোনও সংলাপও শুনতে পারেন নি। এতে হতাশ হয়েছে অনেকই, যারা ট্রেলার সম্পর্কে দু চার কথা লেখার ইচ্ছে পোষণ করেন।
যেটুকু বহু কষ্ট করে দেখা বা বোঝা গেল, কলকাতা শহুরে একের পর এক সিরিয়াল কিলিং নিয়ে যখন প্রশাসন ও পুলিশ দিশেহারা, তখন এই রহস্যের সমাধান করার জন্য ভিঞ্চিদা ছবির গোয়েন্দা পুলিশ পোদ্দারকে জুড়ে দেওয়া হয় ২২ শে শ্রাবণ ছবির গোয়েন্দা অফিসার প্রবীর রায়চৌধুরীর সঙ্গে। এটুকু বোঝা গেল সিরিয়াল কিলার এমন মানুষদের হত্যা করছে, যারা সমাজের মধ্যে মুখোশে ঢাকা শয়তান। এবং হত্যাকারী নিজেকে বৃষ্ণুর দশম অবতার হিসাবে প্রতিষ্ঠা করছে। অর্থাৎ দুষ্টর দমন করতেই তার আবির্ভাব।
সৃজিতের ২২ এ শ্রাবণ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। দশ বছরের বেশি সময় পর ভিঞ্চিদা। এবার সেই থ্রিলার ইউনিভার্সের আগামী ছবি দশম অবতার। তারকাবহুল সিনেমা ‘দশম অবতার’। সিনেমার কাজ প্রায় শেষ। পূজায় মুক্তি পাবে সিনেমাটি।