Oscar 2023: অস্কার পেল নাটু নাটু সহ তথ্য চিত্র দ্য এলিফ্যান্ট হুইসপার

0

Last Updated on March 13, 2023 12:30 PM by Khabar365Din

৩৬৫দিন। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারেও সেরা মৌলিক গানের পুরস্কার বাগিয়ে নিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। ভারতীয় সময় অনুযায়ী সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ। অস্কারের মঞ্চেও গানটি পরিবেশন করেছেন সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। এবারের অস্কারে আরেক ভারতীয় স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ পুরস্কার পেয়েছে। অন্যদিকে ডকু শর্টস বিভাগেও ভারতের এটা প্রথম অস্কার জেতা। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ছবিটি মুদুমালাই ন্যাশনাল পার্কেকে কেন্দ্র করে তৈরি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স একটি আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির গল্প যারা রঘু নামে একটি অনাথ হাতির বাচ্চার দেখভাল করে। ডকুমেন্টরিটি কেবল তাদের মধ্যে গড়ে ওঠা টানই দেখায় না, সঙ্গে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যকেও ভীষণভাবে ফুটিয়ে তোলে। এটি ২০২২ সালের ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পায়।

গত বছর মুক্তির পর এস এস রাজামৌলির সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম কারণ এই ‘নাটু নাটু’ গান। এর আগে ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার এ আর রাহমানের ‘জয় হো’ গান সেরার পুরস্কার পেয়েছিল।

এছাড়াও অস্কারের ৯৫তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। নেটফ্লিক্সে মুক্তির পরই ঝড় তোলে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের একই নামের উপন্যাস থেকে তৈরি হয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এর আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অ–ইংরেজিভাষী সিনেমাসহ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে যুদ্ধবিরোধী সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here