Last Updated on March 24, 2023 12:32 PM by Khabar365Din
৩৬৫ দিন। পরিণীতা, লাগা চুনরি মে দাগ, মরদানি, হেলিকপ্টার ইলা-র পরিচালক প্রদীপ সরকার প্রয়াত হলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭। বেশকিছুদিন ধরেই তার ডায়ালিসিস চলছিল। এর মধ্যেই তার পটাসিয়াম লেভেল খুব তাড়াতাড়ি নেমে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই আজ ভোর ৩টে ৩০ মিনিটে তিনি প্রয়াত হন। বিকেল চারটে নাগাদ সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য হওয়ার কথা।

শুক্রবার দিনের শুরুতেই, ভোরবেলায় প্রখ্যাত পরিচালক প্রদীপ সরকারের মৃত্যুর খবরেই ঘুম ভাঙ্গে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীদের। কলকাতায় জন্মানো প্রদীপবাবু ‘দিল্লি কলেজ অফ আর্ট’ থেকে গোল্ড মেডেল নিয়ে স্নাতক হন ১৯৭৯ সালে। প্রদীপ বাবুর কর্ম জীবনের শুরু হয় বিজ্ঞাপন চিত্র পরিচালনা দিয়ে। যে কাজে তিনি যুক্ত ছিলেন আজীবন। টানা ১৭ বছর বিজ্ঞাপনচিত্রে কাজ করার পর দিল্লিতে তিনি নিজের প্রোডাকশন হাউজ তৈরি করেন। ভারতের নামিদামি কোম্পানির বিজ্ঞাপনচিত্রের পরিচালনার কাজ করেছেন তিনি। এজন্য তিনি ‘রাপা পুরস্কার’ ছাড়াও ‘অ্যাবি পুরস্কার’ পেয়েছিলেন। ধ্রুপদী সঙ্গীত শিল্পী শুভা মুদগলের মিউজিক ভিডিও অ্যালবাম ‘অব কে শাওন’, ইউফোরিয়ার ‘ধুম পিচাক ধুম’, সুলতান খানের ‘পিয়া বাসন্তী’ এবং ভূপেন হাজারিকার ‘গঙ্গা’ কানে শোনার সঙ্গীতকে এক অপরূপ দৃশ্যকাব্যে পরিণত করেছিল প্রদীপ সরকারের পরিচালনায়।
বহু মিউজিক ভিডিও, হিন্দি কাহিনীচিত্রের গানের সিকোয়েন্স পর্দা তৈরি করার পর অবশেষে তিনি মুম্বই আসেন আরও বড় কিছু করার জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে, অভিনেত্রী বিদ্যা বালানকে নিয়ে তৈরি করেন তার জীবনের প্রথম হিন্দি কাহিনীচিত্র ‘পরিণীতা’। জীবনের প্রথম কাহিনী চিত্র পরিচালনাতেই তিনি জাতীয় পুরস্কার পান পরিচালনার বিভাগে। রানি মুখোপাধ্যায়কে নিয়ে ‘মর্দানি’ কিংবা কাজল অভিনীত ‘হেলিকপ্টার ইলা’ -র পরিচালক ছিলেন তিনি। সম্প্রতিক কঙ্গনা রানাওয়াতকে নিয়ে ‘নটী বিনোদিনী’ ছবির পরিকল্পনা করেছিলেন। যেমন পরিকল্পনা করেছিলেন ছবির প্রখ্যাত পরিচালক চেতন আনন্দের ‘হকিকত’, ‘হসতে জখম’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘কুদরত’ ছবির নায়িকা প্রিয়া রাজবংশের জীবনকে ভিত্তি করে ছবি তৈরি করার। যেখানে তিনি প্রিয়া রাজবংশের চরিত্রে ভেবেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের কথা।
পরিচালক প্রদীপ সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অজয় দেবগন, পরিচালক হনসল মেহতা, মনোজ বাজপেয়ী অভিনেত্রী নিতু চন্দ্রা।