Last Updated on August 5, 2021 12:42 AM by Khabar365Din
৩৬৫দিন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদ ও মাদকদ্রব্য ইয়াবা বাজেয়াপ্ত করল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পরীমনিকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করার পর আটক করা হয়েছে। সূত্রের খবর, পরীমনির বাড়ি থেকে যে পরিমাণ মদ উদ্ধার হয়েছে, সেই পরিমান মদ কোন বারেও থাকে না। প্রসঙ্গত, বাংলাদেশে মদ নিষিদ্ধ হওয়ার পরও কি করে একজন অভিনেত্রী এত পরিমাণে মদ ঘরের মধ্যে মজুত করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ঢাকার বনানী ১৯/এ সড়কের ১২ নম্বর ফ্ল্যাটের পাঁচতলাতে থাকেন পরীমনি। বুধবার পরীমনির ওই ৫ তলার ফ্ল্যাটে হানা দেয় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। র্যাবের সঙ্গেই ছিলেন আদালতের একজন ম্যাজিস্ট্রেটও। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাড়িতে অভিযান চালানো হয়েছে। র্যাব সদস্যরা যখন ফ্ল্যাটে প্রবেশের জন্য কলিং বেল বাজান। কিন্তু তখন পরীমনি দরজা না খুলে ঘরের ভিতর থেকে ফেসবুক লাইভে করতে থাকে। লাইভে পরীমনি বলেন, ওই ব্যক্তিরা বাড়ির গেট ভেঙে উপরে এসে বারবার কলিং বেল বাজাচ্ছেন। পরিচয় জানতে চাইলে তারা র্যাবের লোক বলে দাবি করছেন। তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক থাকায় বিশ্বাস করতে পারছি না। ফেইসবুক লাইভে দেখা যায়, দরজার বাইরে থেকে শব্দ আসছিল আমরা র্যাব সদস্য। এ কথা শুনেও ঘণ্টাখানেক দরজা বন্ধ রাখেন তিনি। পরে যখন তিনি গেট খুলে দেন তখন উপস্থিত র্যাব সদস্যদের উদ্দেশ্যে পরীমনি বলেন, আমি ভয় পেয়েছি, তাই গেট খুলিনি। কী করব, আমার হুঁশ নেই।পরীমনির বাড়িতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র্যাব অভিযান পরিচালনা করছে। পরীমনির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ও মদ মিলেছে। কয়েকটি ঘরে থরে থরে মদ সাজানো ছিল।জানা গেছে এই বাড়িতেই নিয়মিত মদের আসর বসাতেন তিনি। চলত পার্টি ও গান-বাজনা। পরীমনির বাসার ড্রইংরুমে ঢুকতেই হাতের বাম পাশেই সাজানো সারি সারি বিদেশি ব্রান্ডের মদের বোতল। বস্তুত পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগেই ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করেন অভিনেত্রী। ইতিমধ্যেই সেই ঘটনায় কয়েকজন গ্রেফতারও করা হয়। সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাড়িতেও বিপুল মদ ও ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।