Rohit Shetty: জন্মদিনে নতুন পুলিশ স্টেশনের উদ্বোধন করলেন রোহিত শেট্টি

0

Last Updated on March 14, 2023 9:13 PM by Khabar365Din

৩৬৫ দিন। বলিউডে ‘সিংঘম’ সহ আরও বহু সিনেমার সফল প্রযোজক, পরিচালক রোহিত শেট্টির ৪৮ তম জন্মদিন আজ। রোহিত শেট্টি নিজের প্রযোজিত ও পরিচালিত সিনেমায় পুলিশদের জীবন, তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার নানা দিক ও দ্বন্দ্বকে হিন্দি সিনেমার বিষয়বস্তু করে তুলেছেন বারবার। সেই গল্প বলতে তিনি সফলও হয়েছেন। এছাড়াও রোহিত মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ মারিয়ার জীবন নিয়ে ছবি করতে উদ্যোগী হয়েছেন। ২০১৯-এ করোনার অতিমারির সময় মুম্বই পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণকার্যে এগিয়ে এসেছেন। কখনও মুম্বই পুলিশের স্পেশাল ডিভিশনের জন্য ভিডিও তৈরি করেছেন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার পুলিশ অফিসার হিসেবে জনপ্রিয় ও চূড়ান্ত সফল হিন্দি ছবি ‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারকে পর্দায় হাজির করেছেন। এভাবে নানা কারণেই হিন্দি ছবির প্রযোজক, পরিচালক রোহিত শেট্টি ও মুম্বই পুলিশ একাত্ম হয়েছেন নানাভাবে, নানা দৃষ্টিকোণ থেকে।

আজ রোহিত শেট্টির ৪৮ তম জন্মদিনে মুম্বই পুলিশ এক অভিনব উদ্যোগ নিল। মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফনসলকর মুম্বইয়ের জুহু বিচে এক নতুন পুলিশ স্টেশনের উদ্বোধন করালেন হিন্দি ছবির ছবির পরিচালক রোহিত শেট্টিকে দিয়ে। মুম্বইয়ের পশ্চিম সান্তাক্রুজে আরব সাগরের তীর ঘেঁষা বিখ্যাত জুহু বিচে উদ্বোধন হওয়া নতুন পুলিশ স্টেশনটি তৈরিতে প্রযোজক, পরিচালক রোহিত শেট্টিরও ব্যক্তিগত অবদান রয়েছে বলে জানা গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here