Shororipu 2 Jotugriho :
ষড়রিপু ছবিতে যুগলবন্দি নচিকেতা-রূপম

0

Last Updated on October 2, 2021 1:20 AM by Khabar365Din

৩৬৫ দিন। ষড়রিপু ২ জতুগৃহ ছবিতে নচিকেতার গাওয়া এখানে জলের দাগ গানটি মুক্তি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ট্রেন্ডিং। ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে রুপম ইসলামের কথা ও সুরে গাওয়া নচিকেতার এই গান। লক্ষাধিক ভিউয়ার্স ছাড়িয়ে গান পুজোয় জনপ্রিয় গানের জায়গা করে নিতে চলেছে । আগের ছবির  সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন দেবজ্যোতি মিশ্র। এবার রুপম। মোট পাঁচটি গান এই ছবির জন্য লিখেছেন রুপম, সুরও তিনিই করেছেন। যার মধ্যে এখানে জলের দাগ গানটি বিশেষ ভাবে সৃষ্টি করেছেন, যা শুনে মনে হবে, এটা নচিকেতার জন্যই লেখা।

সিচুয়েশন সং হলেও গানটি তার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বজায় রেখেছে নির্মাণের মাধুর্যের জন্য। যে মুন্সিয়ানায় রুপম শাস্ত্রীয় রাগের সঙ্গে অন্তরার শেষে ফিউশন এনেছেন, নচিকেতা ছাড়া এই গান অন্য কেউ এভাবে গাইতে পারত কিনা সন্দেহ আছে। যে অসামান্য গায়কীতে গানটি নচিকেতা পরিবেশন করেছেন তা বাংলা চলচিত্র সংগীতের ক্ষেত্রে দুর্দান্ত ক্যাম্পেইন বলা চলে। রূপমের অসামান্য ভাষা আর শব্দের বুনোটে গানটি হয়ে উঠেছে অসম্ভব মর্মস্পর্শী। 

ক্যামেলিয়া প্রোডাকশনের ষড়ঋপু সিরিজের দ্বিতীয় ছবি পুজোতেই মুক্তি পাচ্ছে। অয়ন চক্রবর্তীর প্রথম ছবির সাফল্যের পরেই তাঁর মৌলিক সৃষ্টি গোয়েন্দা চন্দ্রকান্তকে পর্দায় ফিরিয়ে আনতে আগ্রহী হয় ক্যামেলিয়া। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রধান রূপকার ও কর্ণধার রূপা দত্ত কৌশিক গাঙ্গুলির ছবি কিশোর কুমার জুনিয়র ছবির সময় এই প্রতিবেদকে জানিয়েছিলেন,জানিয়ে ছিলেন কোনও ভাবেই এই ধরণের বাণিজ্যিক ছবি তৈরি করে শুধু লাভ করার জন্য আমরা ছবি তৈরি করেছি না।। মিতিন মাসির সঙ্গে সতরোই সেপ্টেম্বর, কিংবা বিবাহ ডায়রিজ এর মত ভিন্ন স্বাদের ছবিও আমরা করছি। সত্যিই ক্যামেলিয়া প্রযোজনা গত কয়েক বছরে যত রকম ভিন্ন স্বাদের,ভিন্ন ভাবনার ও ভিন্ন ডায়ামেনশনের চলচিত্র ব্যাংলার দর্শকদের উপহার দিয়েছে, এই সাহস অন্য কোনও প্রযোজনা সংস্থা দেখতে পারে নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here