Last Updated on June 12, 2023 8:22 PM by Khabar365Din
৩৬৫ দিন। দেশমাতৃকার একনিষ্ঠ সেবক মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে যার মিশন ২০২৪ – সেই সুদীপ্ত সেন এবারের হাত দিলেন দেশের মহামানব অভিযাত্রী সাহারাশ্রী সুদীপ্ত সেনের বায়োপিক নির্মাণে। কয়েকদিন আগেই গুজরাটি প্রযোজক বিপুল শাহের টাকায় বানিয়েছিলেন দ্য কেরালা স্টোরি। এবারেও অবশ্য সুদীপ্ত সেনের ভরসা সেই গুজরাট মডেল। দেশভক্ত সুদীপ্ত সেনের এই ঐতিহাসিক প্রজেক্টে বিনিয়োগ করতে এগিয়ে এসেছেন গুজরাতের ছোট্ট মুদি দোকানী থেকে ভাজপা জমানায় রাতারাতি প্রযোজক হয়ে ওঠা জয়ন্তীলাল গাদা। সুদীপ্ত সেনের সঙ্গে আবার রয়েছেন সন্দীপ সিং। যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক তৈরি করার জন্য ভাজপার সুনজরে রয়েছেন বহু আগে থেকে। সন্দীপ এবং সুদীপ্ত সেনের জুড়িতে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে ভারতীয় আধুনিক অর্থনীতির নব রূপকার হিসেবে ভারতের অর্থনৈতিক থেকে দুর্নীতির ইতিহাসে হর্ষদ মেহতার পরেই সবচেয়ে বড় নাম সুব্রত রায়ের জীবন কাহিনী বানানো প্রকল্প হাতে নিয়েছেন এই জুটি।

নয়া ছবির ঘোষণা করে পরিচালক সুদীপ্ত সেন জানিয়ে দিলেন ছবির নাম – সাহারাশ্রী। সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি সুব্রত রায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি, সেই ছবিই পরিচালনা করবেন সুদীপ্ত। সুদীপ্ত সেন জানিয়েছেন, সাহারাশ্রী সুব্রত রায়ের অস্বাভাবিক রহস্যের অভিযানের সফর শুরু। উথালপাতাল স্রোতের মধ্য দিয়ে তাঁর আকর্ষণীয় যাত্রা, যাকে বলা হয় জীবন। তাঁর জীবনকে রূপদানকারী ইতিহাসের সাক্ষী হোন। আপনার চোখ খোলা রাখুন কারণ এই লড়াই এবং বিজয়ের গল্পটি প্রকাশ্যে আনবে এমন তথ্য যা অব্যক্ত, অশ্রুত এবং অজানা। সন্দীপ জানিয়েছেন, সুব্রত রায়ের জীবন সিডনি শেলডনের উপন্যাসের মতো। অত্যন্ত শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব সাহারার কর্ণধার৷ তিনি সেবির কাছে ২৫ হাজার কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন৷ এমন কাজ আর কোনও ভারতীয় করেননি।
গতকাল ১০ জুন ছিল সুব্রত রায়ের ৭৫ তম জন্মদিন। এদিনই প্রযোজক সন্দীপ সিং ও ড. জয়ন্তীলাল গাদা এই ছবির ঘোষণা করেন। প্রকাশ্যে আসে প্রথম পোস্টার। সুব্রত রায়ের ব্যবসায়ী থেকে শিল্পপতি হয়ে ওঠার গল্প উঠে আসবে এই বায়োপিকে। সুব্রত রায়, ভারতের সবচেয়ে প্রভাবশালী ও ডায়নামিক এক ব্যক্তিত্ব যাকে দেশের সবাই চেনে, তবে তাঁর গল্প অনেকেরই অজানা। সেই গল্পই উঠে আসবে এই বায়োপিকে। জানা গিয়েছে, আগামী বছরের প্রথমদিকেই শুরু হবে শ্যুটিং। উত্তর প্রদেশ, দিল্লি, বিহার, কলকাতা এবং লন্ডনে ছবিটির শুটিং হবে।
সাহারা কেলেঙ্কারি
অল্প সময় টাকা ডবল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশ থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল সাহারা গোষ্ঠীর বিরুদ্ধে। বিপুল অংকের এই আর্থিক দুর্নীতির ঘটনায় রিজার্ভ ব্যাংক এবং সেবি কার্যকর দিশেহারা হয়ে যাওয়ায় দেশের অর্থনীতি ব্যবস্থায় বিরাট প্রভাব পড়ে। দেশ জুড়ে অসংখ্য মানুষ সাহারা কেলেঙ্কারিতে আত্মহত্যা করতে বাধ্য হন। যদিও ভাজপা শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার সুযোগ নিয়ে সাহারা কর্তা সুব্রত রায় দেশ জুড়ে বিপুল সম্পত্তি তৈরি করে ফেলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছিল বারে বারে।
এমনকি বাংলার মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে সারদাপ্রধানকে। সিবিআই তবে এবার মোদীকে গ্রেফতার করুক। যদিও ভাজপা জমানায় সিবিআই এমন কিছু করবে না সেটাই স্বাভাবিক। কিন্তু লোকসভা ভোটের আগে ভাজপা ঘনিষ্ঠ শিল্পপতি সুব্রত রায়কে দেশের মহামানব বলে প্রচারের লক্ষ্যে কেরালা স্টোরির পরিচালক বায়োপিক বানাতে মনে করেছেন তার পেছনে গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকাই স্বাভাবিক। সুব্রত রায় গ্রেপ্তার হওয়ার পরেও ইতিহাস জেনে এয়ার কন্ডিশন চেম্বারে তাঁকে রীতিমতো অফিস খুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের বদান্যতায়