Salman Khan: মে মাসে কলকাতায় আসছেন সলমান খান, জেনে নিন তারিখ এবং স্থান

0

Last Updated on April 18, 2023 6:56 PM by Khabar365Din

৩৬৫দিন। সব জল্পনার অবসান। শেষমেষ ঠিক হল সলমান খানের কলকাতায় আসার দিনক্ষণ। সব বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে প্রায় ১৩ বছর পর কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান। শেষবার তিনি কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। তারপরে আর তার কলকাতায় আসা হয় নি।

আগামী ১৩ মে কলকাতা কাঁপাতে আসছেন বলিউডের ভাইজান। আক্ষরিক ভাইজানের উপস্থিতি ব্যপক ভিড়ের সৃষ্টি করবে যে, তা বলাই বাহুল্য! বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ করার সুযোগ মিলবে তিলোত্তমা বাসীদের। ময়দানের কাছে ইস্টবেঙ্গলের মাঠেই সলমনের ইভেন্টটি অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, ভাইজান শুধু একা নয়, তাঁর সঙ্গে আসবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা এবং গুরু রন্ধাওয়া সহ আরও বিশেষ কয়েকজন বলিউড তারকা।

ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। তাই গুঞ্জনে উঠেছিল যে, বোধহয় সলমন কলকাতায় আসবেন না কিন্তু গুজবে পড়ল তালা। অন্যান্য বলিউড তারকাদের মতো, সলমন তাঁর চলচ্চিত্রের অন্যান্য শহরে গিয়ে প্রচার করতে একদমই পছন্দ করেন না। গত কয়েক বছরে বিভিন্ন কারণে তাঁর কলকাতা সফর বাতিল হয়ে যায়। তাই পশ্চিমবঙ্গ ভক্তদের জন্য এটি দীর্ঘ প্রতীক্ষার অবসান।