Salman Khan Kolkata: ইস্টবেঙ্গল ক্লাবে সলমান ম্যানিয়া, দাবাং স্টাইলে ঝুলন্ত দোলনায় এন্ট্রি সলমনের

0

Last Updated on May 14, 2023 11:43 AM by Khabar365Din

৩৬৫ দিন।মঞ্চে দাবাং স্টাইলে এন্ট্রি নিলেন সলমন খান। পরনে কালো ফুলস্লিভস টি-শার্ট আর বাদামি জ্যাকেট সঙ্গে জিনস। ঝুলন্ত দোলনায় উপর থেকে স্টেজে নেমে এলেন বলিউড সুপারস্টার। ততক্ষণে ইস্টবেঙ্গল ক্লাব চত্বর ভরে উঠেছে ‘সলমন’ রবে। সলমনের সঙ্গে কোমর দুলিয়ে নেচে উঠল ভক্তরাও। এই ‘হ্যাংওভার’ যেন কাটবার নয়। কখনও ‘স্লো মোশন’-এর তালে নাচলেন সলমন আবার কখনও পুরোনো প্রেমের ঝলক উঠে এল। মেয়নে প্যায়ার কিয়া’ থেকে ‘হাম আপকে হ্যায় কৌন’-এর আইকনিক গানে স্টেপ ম্যাচ করলেন সলমন। হাঁ করে তাকিয়ে দেখল ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত ১৬ হাজার দর্শক। প্রথম থেকেই এই শো-এর টিকিটের চাহিদা আকাশছোঁয়া, তার সঙ্গে টিকিটের মূল্যও।

৬৯৯ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে শো-এর কিন্তু তাতে খামতি নেই দর্শকদের। সলমন খানের পাশাপাশি তখন মঞ্চ মাতাচ্ছেন জ্যাকলিন, প্রভু দেবা, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা,সোনাক্ষী সিনহা, রাঘব জুয়েলরা। শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মণীশ পল। তিনি আবার কলকাতার জামাই বলে কথা! শো-এর শুরুতেই নাচলেন পুজা হেগড়ে ও সলমনের ভগ্নিপতি আয়ুশ শর্মা। ‘বড় লোকের বিটি লো’-গানে পারফর্ম করলেন জ্যাকলিন। রঙ্গবতী গানে ফাটাফাটি নেচে বাঙালি দর্শকদের মন জিতলেন প্রভু দেবা।

তবে সবার জাদু আজ ম্লান সলমন ম্যাজিকের সামনে। কারণ এদিনের যাবতীয় লাইমলাইট ভাইজানকে ঘিরে। এক কথায় তিনি এলেন, দেখলেন জয় করলেন। ১৩ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে সলমন খানকে স্বচোক্ষে দেখার সুযোগ পেল কলকাতাবাসী। ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে শেষবার তিলোত্তমার বুকে পা রেখেছিলেন ভাইজান। শনিবার ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’-এ ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণ মাতালেন ভাইজান।ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছানোর আগে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সলমন খান। একান্তই সৌজন্য সাক্ষাৎ ছিল এটি, জানান মমতা। দুজনের মধ্যে ছবি সংক্রান্ত নানান ব্যাপারে কথাবার্তা হয়েছে বলে টুইট করে মুখ্যমন্ত্রী।