Salman Khan: সলমানকে চতুর্থবার প্রাণনাশের হুমকি দেওয়া রক্ষক ধরা পড়ল মুম্বইয়ের কাছে

0

Last Updated on April 11, 2023 7:15 PM by Khabar365Din

৩৬৫ দিন। সোমবার ১০ এপ্রিল নিজেকে রাজস্থানের যোধপুরের একজন গোরক্ষক বলে দাবি করে যে ‘রকি ভাই’ নামের হুমকিদাতা মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলেন, তাকে কয়েক ঘণ্টার ব্যবধানে ধরে ফেলল মুম্বাই পুলি। মুম্বাইয়ের অদূরে থানে জেলার সাহাপুর থেকে। এই নিয়ে চতুর্থবারে সালমান খানের প্রাণনাশের হুমকির পরে একটি চমকপ্রদ এই তথ্য পাওয়া গেল মুম্বাই পুলিশের কাছ থেকে। মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমের এক দায়িত্ব প্রাপ্ত আধিকারিক জানালেন, সোমবার ১০ এপ্রিল সালমান খানের প্রাণনাশের হুমকি দেওয়ায় এই ফোন কলটি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে আসার পরেই আমরা তদন্ত শুরু করতে নেমে ওই ফোনকলটিকে ট্র্যাক করে বুঝতে পারি ওই কলটি আসলে এসেছে মুম্বাইয়ের অনতিদূরে থানে জেলার সাহাপুর থেকে। জি অঞ্চলটি মুম্বাই শহর থেকে ৭০ কিলোমিটার দূরে। সঙ্গে সঙ্গেই মুম্বাই শহর থেকে থানার সাহাপুরে মুম্বাই পুলিশের একটি দল গিয়ে এই ফোন নাম্বারটি ট্র্যাক করে ১৬ বছর বয়স্ক একটি ছেলেকে গ্রেপ্তার করে। এই ছেলেটি আসলে রাজস্থান থেকে থানের সাহাপুরে এসেছেন। এরপর থানার সাহাপুর থেকে তাকে গ্রেপ্তার করে এনে পশ্চিম আন্ধেরির আজাদ ময়দান পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এবং ১৬ বছর বয়স্ক এই ছেলেটির বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

সোমবার ১০ এপ্রিল নিজেকে রাজস্থানের যোধপুরের একজন গোরক্ষক বলে দাবি করে যে ‘রকি ভাই’ নামের হুমকিদাতা মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলেন, তাকে কয়েক ঘণ্টার ব্যবধানে ধরে ফেলল মুম্বাই পুলি। মুম্বাইয়ের অদূরে থানে জেলার সাহাপুর থেকে। এই নিয়ে চতুর্থবারে সালমান খানের প্রাণনাশের হুমকির পরে একটি চমকপ্রদ এই তথ্য পাওয়া গেল মুম্বাই পুলিশের কাছ থেকে। মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমের এক দায়িত্ব প্রাপ্ত আধিকারিক জানালেন, সোমবার ১০ এপ্রিল সালমান খানের প্রাণনাশের হুমকি দেওয়ায় এই ফোন কলটি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে আসার পরেই আমরা তদন্ত শুরু করতে নেমে ওই ফোনকলটিকে ট্র্যাক করে বুঝতে পারি ওই কলটি আসলে এসেছে মুম্বাইয়ের অনতিদূরে থানে জেলার সাহাপুর থেকে। জি অঞ্চলটি মুম্বাই শহর থেকে ৭০ কিলোমিটার দূরে। সঙ্গে সঙ্গেই মুম্বাই শহর থেকে থানার সাহাপুরে মুম্বাই পুলিশের একটি দল গিয়ে এই ফোন নাম্বারটি ট্র্যাক করে ১৬ বছর বয়স্ক একটি ছেলেকে গ্রেপ্তার করে। এই ছেলেটি আসলে রাজস্থান থেকে থানের সাহাপুরে এসেছেন। এরপর থানার সাহাপুর থেকে তাকে গ্রেপ্তার করে এনে পশ্চিম আন্ধেরির আজাদ ময়দান পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এবং ১৬ বছর বয়স্ক এই ছেলেটির বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

বলতে বাধা নেই গত কয়েক মাসে ৫৭ বছর বয়স্ক বলিউডের এই মাচো নায়ক বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেলে। কখনও চিঠিতে। কখনও ইমেলে। আবার কখনও ফোনে। বলিউডের বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে, এরকম উপুর্যপুরি প্রাণনাশের হুমকি দেওয়া ঘটনায় গত কয়েক মাস ধরে সলমন খানের পারিবারিক পরিবেশ মোটেই ভাল অবস্থায় নেই। লাগাতার প্রাণনাশের হুমকি পাওয়ার সালমানের জীবনের সুরক্ষার জন্য সালমানের পারিবারিক সদস্যরা প্রানপন চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যেই আগামী একুশে এপ্রিল ঈদ উপলক্ষে সালমান তার নিজের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসিকি জান’-এর ট্রেলার লঞ্চ করেছেন গতকাল। সোমবার ১০ এপ্রিল।