Last Updated on March 14, 2023 9:02 PM by Khabar365Din
৩৬৫ দিন। ভারতীয় হিন্দি সিনেমায় কাল্ট কমেডি হিসেবে পরিচিত ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় পর্বে এই সিরিজের প্রধান শিল্পীরা যেমন অক্ষয় কুমার সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালদের সঙ্গে এবার নতুন মুখ হিসেবে যুক্ত হতে চলেছেন সঞ্জয় দত্ত।
‘হেরা ফেরি’ সিরিজের প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জানিয়েছেন হেরাফেরি তৃতীয় পর্বের সঞ্জয় দত্তের অন্তর্ভুক্তি এই সিরিজে আরও অনেক নতুন মাত্রা এনে দেবে। এটি এমনিতেই একটি দারুণ ফ্র্যাঞ্চাইজি। সঞ্জয় সে কথা আগে থেকেই জানতেন। তাই ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় পর্বে যোগ দিতে গিয়ে সঞ্জয় নিজের প্রতিক্রিয়ায় বলেছেন,”ফ্র্যাঞ্চাইজি সঙ্গে যুক্ত হতে পারে আমি রোমাঞ্চিত বোধ করছি। এতদিন হেরাফেরির আগের দুটি পর্ব আমি শুধু পর্দায় দেখেছি এবং হেসে গড়িয়ে পড়েছি। এই সিরিজের সঙ্গে আগামী পর্বে যুক্ত হতে যাওয়া আমার কাছে এক দারুণ রোমাঞ্চকর ব্যাপার।” এই সিরিজের প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সঙ্গে সঞ্জয় দত্তের বহুদিনের পরিচয়। এর আগে ১৯৯৯ সালে ফিরোজ নাদিয়াদওয়ালার প্রযোজনায় সঞ্জয় দত্ত অভিনয় করেছিলেন ‘কার্তুজ’ ছবিতে।
‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় পর্বে সঞ্জয় দত্তের অন্তর্ভুক্তি নিয়ে প্রযোজক নাদিয়াদওয়ালা বললেন, ” সঞ্জয় দত্তর কাছে আমি যখন এই তৃতীয় পর্বের অভিনয়ের প্রস্তাব নিয়ে গেলাম, সঞ্জয় খুব হাসিমুখেই আমার প্রস্তাব গ্রহণ করেছেন। খুব একটা ভাবেন নি। তার কারণ ‘হেরা ফেরি’ ছবির আগের পর্বগুলির অভিজ্ঞতা অন্যান্য দর্শকদের মত সঞ্জয় দত্তেরও ছিল।” প্রথম ‘হেরা ফেরি’ ছবি রিলিজ করেছিল ২০০০ সালে। রিলিজেই তা সাড়া ফেলে দিয়েছিল। এরপর ২০০৬ সালে এই সিরিজের দ্বিতীয় পর্ব ‘ফির হেরা ফেরি’ রিলিজ করে ছবির মূল চরিত্র গুলি (শ্যাম চরিত্রে সুনীল শেট্টি, ‘বাবু ভাইয়া’-র চরিত্রে পরেশ রাওয়াল এবং ‘রাজু’-র চরিত্রে অক্ষয় কুমার) অবিকৃত রেখে। এখন অপেক্ষা ‘হেরাফেরি’ সিরিজের তৃতীয় পর্বের জন্য।