Sanjay leela Bhansali Controversy: সঞ্জয়লীলা বানশালীর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ

0

Last Updated on February 21, 2023 9:03 PM by Khabar365Din

৩৬৫দিন। ওটিটি-তে আসছেন সঞ্জয়লীলা বানশালী। সামনে এসেছে তাঁর পরিচালিত প্রথম ছবির ঝলক। এর মধ্যেই ফের বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। বাজিরাও মস্তানি থেকে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, প্রতিটি ছবি ক্ষেত্রেই এই একই অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তিনি। তাই হীরামণ্ডীও ব্যতিক্রম হল না। সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ, চিত্রনাট্যে চমক দিতে গিয়ে ইতিহাসকে বিকৃত করেছেন। পরিচালক পাল্টা জানিয়েছেন, এবারও পুরো তথ্য জেনেই ছবি তৈরি করা হয়েছে। বাকিটা তাঁর কল্পনা। লাহোরের প্রেক্ষাপটে এক গণিকা পল্লী। সেখানেই থাকেন ছয় রানি। এই প্রেক্ষাপটেই বনশালির হীরামণ্ডী। এই অভিযোগের পর তিনি জানিয়েছেন, ওই সময়ে গণিকার সাজ-পোশাক থেকে শুরু করে আদব-কায়দা, সব কিছুর রিসার্চ করেই তিনি কাজ শুরু করেছেন।

কারণ, সিনেমার স্বার্থে কোনও তথ্যের সঙ্গে আপোস করতে চান না। কারণ, এই সিনেমার সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে আছে। আট এপিসোডের এই সিরিজ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। বনশালির দাবি, এই সিরিজ তৈরির জন্য গত ১৪ বছর ধরে তিনি কাজ করছেন। এমনকী প্রতিটি তথ্য সম্পর্কে গবেষণাও করেছেন। তা সত্ত্বেও তথ্য বিকৃতির অভিযোগ। উল্লেখ্য, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির সাফল্যের পর, সঞ্জয় লীলা বনশলী তাঁর বহু প্রত্যাশিত হীরামাণ্ডি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে প্রস্তুত। ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টেই বনশলী জানালেন, প্রায় ১৪ বছর আগে ছবির লেখক তাঁর কাছে হীরামান্ডির ধারণা নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে পরিচালক বলেন, আমাকে অবশ্যই মইন বেগকে ধন্যবাদ জানাতে হবে। তিনি প্রায় ১৪ বছর আগে ছবির ধারণাটি নিয়ে আমার কাছে এসেছিলেন৷ কিন্তু আমি তখন এটি তৈরি করতে পারিনি, কারণ তখন আমি ইতিহাস সৃষ্টিকারী দেবদাসের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। তারপরে আমার কাছে বাজিরাও মাস্তানির প্রস্তাব আসে। তাই লেখককে আমি ফিরিয়ে দিই। ওয়েব সিরিজে কাজ করার প্রবণতা সম্পর্কে বনশলী বলেন, আমি ৩০ বছরে মোট ১০ টি ছবি করেছি। গত কয়েক বছরে আমি ৩ টি ছবি করেছি। অবশেষে আমি হীরামাণ্ডির ৮ টি পর্ব তৈরি করতে সফল হয়েছি। হীরামন্ডির মতো একটি শো করা খুবই কঠিন বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here