Last Updated on March 11, 2023 7:53 PM by Khabar365Din
৩৬৫ দিন। নয়াদিল্লি। বিখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুর তদন্তে দানা বাঁধছে রহস্য। গত বুধবার চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার আগের রাতে হোলি উপলক্ষে আয়োজিত পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন দিল্লির একটি ফার্ম হাউসে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির এক শিল্পপতির ফার্ম হাউজে চলছিল ওই পার্টি। সেখান থেকেই আজ সকালে কিছু বিশেষ ধরনের সন্দেহজনক ওষুধ উদ্ধার করেছেন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা। তারপরেই নতুন মোড় নিয়েছে সতীশ কৌশিকের মৃত্যু রহস্য। পুলিশ চোখ রাখছে নিমন্ত্রিতের তালিকাতেও। অনুষ্ঠানে একজন শিল্পপতিও জড়িত ছিলেন, যিনি একটি মামলায় ওয়ান্টেড। জানা গিয়েছে, ফার্মহাউসে সেদিন কারা উপস্থিত ছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আর তার জন্য অতিথিদের তালিকাও খতিয়ে দেখা হচ্ছে।
দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের একটি তদন্তকারী দল আজ সকালে সেই ফার্মহাউস পরিদর্শন করে। তখনই সেখান থেকে ওষুধ পাওয়া যায় বলে জানা গিয়েছে। সতীশ কৌশিকের মৃত্যুর পরে নিয়মমাফিক ময়নাতদন্ত হলেও প্রাথমিক রিপোর্টে সেই ভাবে কোন তথ্য খুঁজে পায়নি পুলিশ। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে অনুমান তদন্তকারীদের।

মাত্র ৬৬ বছর বয়সে রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে সতীশের মৃত্যুর পরেই তাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিলেন না তাঁর ঘনিষ্ঠতম বন্ধু তথা অভিনেতা অনুপম খের। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তকারীদের সঙ্গে কথাবার্তার সময় বারে বারে অভিনেতা তথা ভাজপা নেতা অনুপম খের এই মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য বারংবার অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের।