৫১৩ টি পুরস্কার জিতে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তেলেগু ছবি মনসানামহা

0

Last Updated on July 3, 2022 6:13 PM by Khabar365Din

৩৬৫দিন। গোটা বিশ্বের বিভিন্ন স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলির মধ্যে মোট ৫১৩ টি পুরস্কার জিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে তেলেগু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মনসানমহা। সবচেয়ে বেশিসংখ্যক পুরস্কার জিতে এ কৃতিত্ব অর্জন করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

গিনেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মনসানামহা এখন পর্যন্ত সারা বিশ্বে সর্বোচ্চ ৫১৩টি পুরস্কার জিতেছে। শিল্পা গাজ্জালার প্রযোজনায় দীপক রেড্ডির পরিচালনায় নির্মিত হয় ১৬ মিনিটের এই রোমান্টিক কমেডি চলচ্চিত্র মনসানমহা। করোনা পরিস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছিল এই ছবিটি।

এই স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রধান চরিত্র যুবকটি তিন ভিন্ন নারীর সঙ্গে তার সম্পর্কের কথা বর্ণনা করে। তার জীবনের মেয়েরা তিনটি ভিন্ন ঋতু বর্ষা, শীত, বসন্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এতে বিরাজ অশ্বিন, দৃষ্টি চন্দ্র, ভালি রাঘবেন্দ্র, পৃথ্বী শর্মা, সত্য ভার্মা, দীপক বর্মাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

তেলেগু ভাষার ছবিটি তামিল, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায়ও মুক্তি পেয়েছে এই ভাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here