Oppenheimer: ২০০০ টাকায় বিক্রি হচ্ছে ক্রিস্টোফার নোলানের ছবি ওপেনহাইমার এর টিকিট

0

Last Updated on July 23, 2023 1:09 PM by Khabar365Din

৩৬৫দিন। মুক্তি পাওয়ার আগেই রীতিমত চর্চায় রয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘ওপেনহাইমার’। একই দিনে মুক্তি পাচ্ছে মার্গট রবি এবং রায়ান গসলিংয়ের ছবি ‘বার্বি’। ফলে সবটা মিলিয়েই এই দুই বিদেশি ছবি নিয়ে ভারতে উন্মাদনা তুঙ্গে। তবে ইতিমধ্যেই ‘ওপেনহাইমার’ ছবিটির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। আর দর্শকদের থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছে এটি। শুধু সাড়া নয়, রীতিমত চমকে দেওয়ার মতো সাড়া পাচ্ছে এটি। ‘ওপেনহাইমার’ ছবিটির প্রথম দিনের কিছু শোয়ের টিকিট একাধিক হলে ১৬৫০ -এরও বেশি দামে বিক্রি হচ্ছে। তা সত্ত্বেও হাউজফুল সিনেমা হল গুলি।

হ্যাঁ, এটা ঠিক এক একটি শহরে এক একটি দামে এই ছবির টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু সব থেকে বেশি দামে বোধহয় ২০০০ টাকাতেই বিক্রি হয়েছে এটির টিকিট। মুম্বইয়ের লোয়ার প্যারেলের পিভিয়ার , আইনক্স -এর আইম্যাক্স স্ক্রিনের জন্য সব থেকে বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে ‘ওপেনহাইমার’ -এর। ২১ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি। এদিনের সন্ধ্যা ৭টা এবং রাত ১০টার শোয়ের টিকিটের দাম ১৬৫০ টাকা রাখা হয়েছে উল্লিখিত হলে। প্রসঙ্গত , গত সপ্তাহে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ মুক্তি পেয়েছে।

সেটা প্রথম দিন ১২.৫০ কোটি টাকা আয় করেছে। এবার দেখার পালা এটাই যে এই ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ সেই রেকর্ড ভাঙতে পারে কিনা। ‘ওপেনহাইমার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সিলিয়ন মার্ফি। এটি পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের জীবনীর উপর বানানো হয়েছে। তাঁর উত্থান এবং পরমাণু বোমা বানানোর পর মনে চলতে থাকা টালমাটাল পরিস্থিতির কথা তুলে ধরা হবে।