কঙ্গণার অফিসে ভাঙার নােটিশ বেআইনি নির্মাণ বরদাস্ত করবে না মুম্বই পুরসভা

0

Last Updated on September 8, 2020 11:47 PM by Khabar365Din

৩৬৫ দিন: মুম্বই। কেন্দ্রীয় সরকারের দাক্ষিণ্যে পাওয়া ওয়াই ক্যাটেগরির সিকিউরিটি কভার নিয়ে আগামীকালই মুম্বাই ফিরছেন কঙ্গনা রানাওয়াত। তার আগেই মুম্বাইতে কঙ্গনার প্রযোজনা সংস্থা মণিকর্ণিকার অফিসে গিয়ে কঙ্গনা মিউনিসিপ্যাল আইন ভেঙে যে বেআইনি নির্মাণ কাজ চালাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে তার জবাবদিহি করতে বলে নোটিশ সাঁটিয়ে দিল পুরসভা। মনিকর্ণিকা ফিল্মের অফিসে স্টপ ওয়ার্ক অথবা জরুরী ভিত্তিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে। মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪এ ধারা উল্লেখ করে এদিন তিন পাতার নোটিশ আটকানো হল কঙ্গনার অফিসের গেটে। এই নোটিশে কেন বেআইনি তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, এই নির্মাণ কাজে বেশ কিছু কাঠামোগত নিয়ম লঙ্ঘনের কথা বলা হয়েছে। আগামী চব্বিশ ঘন্টায় এই নোটিশের জবাব দেওয়ার কথা বলা হয়েছে। না হলে নির্দিষ্ট সময় পর বেআইনি নির্মান ভেঙে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এরপরে কঙ্গনা টুইট করে অভিযোগ করেন, বৃহন্মুম্বই পুরসভাকে আমার শুভানুধ্যায়ীরা সমালোচনা করার ফলে আজ ওঁরা বুলডোজার নিয়ে আসেনি, তার বদলে আজ কাজ বন্ধের নোটিশ দিতে এসেছিল। আমিও আইনি নোটিশ পাঠিয়েছি বিএমসিকে। কঙ্গনার আইনজীবী বিএমসি আইনি নোটিশ পাঠিয়ে বলেন, আপনাদের আধিকারিকেরা আজ আমার মক্কেলের অনুপস্থিতিতে বলপূর্বক তার অফিসে ঢুকে ভাঙচুর করার চেষ্টা করেছেন এবং অফিসের নিরাপত্তা রক্ষীদের অপদস্থ করেছেন। কোন বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে আমার মক্কেল কঙ্গনা রানাওয়াতকে হেনস্তা করার চেষ্টা করবেন না। 24 ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। কিন্তু আইন অনুযায়ী আমরা আরো সাত দিন সময় চাইছি যাতে প্রয়োজনীয় আইনানুগভাবে আপনাদের অভিযোগের মোকাবিলা করতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here