Last Updated on August 31, 2020 7:32 PM by Khabar365Din
গৌতম লাহিড়ী।নয়াদিল্লি প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ত্ব প্রণব মুখোপাধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল। দিল্লির লোধি গার্ডেন্সে প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। আগামীকাল মঙ্গলবার সকালে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ তীর দিলির ১০ নম্বর রাজাজি মার্ক-এর বাসভবনে নিয়ে আসা হবে। সকাল ১০ টা থেকে ১০.৪৫ পর্যস্ত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাবেন বিশিষ্টজনেরা। সকাল ১০.৪৫ থেকে ১১.৪৫ পর্যন্ত সাধারণ মানুষ প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাবেন। প্রাক্তন রাষ্ট্রপতির কৌভিড ১৯ সংক্রমণ হয়েছিল, তাই স্বাস্থ্যবিধি বজায় রেখে সব ব্যবস্থা নেওয়া হবে। এরপর দুপুর ১.৩০ মিনিটে লোধি গার্ডেন্সে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন রাষ্ট্রপতির। এখনও পর্যন্ত কথা আছে অস্থি বিসর্জন হবে হরিদ্বারে। প্রসঙ্গত গত ৯ আগস্ট অসুস্থ হয়ে নিজের বাসভবনে পড়ে যান প্রণববাবু। ১০ আগস্ট আর্মি হাসপাতালে ভর্তি করা হয়। দেখা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এছাড়া তিনি কোভিড ১৯ এ আক্রান্ত। আক্রান্ত। সেদিনই তার একটি অপারেশন হয়। তারপর থেকেই তিনি ২১ দিন ভেন্টিলেটরে।