Last Updated on September 4, 2020 10:52 PM by Khabar365Din
৩৬৫ দিন। রাশিয়ার কোভিড ভাকসিন শুটনিককে মান্যতা দিল ল্যানসেট। শুক্রবার পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ন বিজ্ঞান জার্নাল লানসেট-এ প্রকাশিত হয় একটি রিপোর্ট। সেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে রাশিয়ায় আবিষ্কৃত কোভিড-১৯ ভাকসিন শুটনিক সম্পূর্ণ নিরাপদ। শুধু তাই নয়, এই বিজ্ঞান জার্নালে ১৭ জন ভাইরোলজিস্ট নিজস্ব মতামত দিয়ে জানিয়েছেন, স্পুটনিক ভ্যাকসিন কোভিড আক্রান্তের দেহে প্রবেশের পর, তাঁরা আক্রান্তের শরীরে অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন। যার অর্থ হল শুটনিক ভ্যাকসিন হিসেবে তার প্রাথমিক বাধা উত্তীর্ণ হয়েছে। গত মাসে রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন সদর্পে ঘোষণা করেছিলেন, তাঁরাই বিশ্বে প্রথম কোভিড-১৯ প্রতিষেধক নিয়ে এসেছেন। সাংবাদিক সম্মেলনে পূর্বতন রাষ্ট্রপ্রধান বুলানিনের ধাঁচেই আমেরিকার উদ্দেশ্যে পরোক্ষভাবে যেন বলেছিলেন- উই হাভ ডান ইট। ভাকসিনের নাম স্পুটনিক। অর্থাৎ যে মহাকাশযানের নামটি শুনলে মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ে জ্বালা ধরে যায়। ঠাণ্ডা যুদ্ধের আবহে এই শুটনিকই মানবসৃষ্ট প্রথম মহাকাশযান যা আমেরিকার মুখে ঝামা ঘষে দিয়ে রাশিয়ার মাটি থেকে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছিল । মার্কিন যুক্তরাষ্ট্র সেইবারও বলেছিল, সব মিথ্যে, গুজব। এবারেও এই ভাকসিন আবিষ্কারের সংবাদ শুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উই ডোন্ট থিঙ্ক সো ইট উইল ওয়ার্ক। কিন্তু শুক্রবার বিজ্ঞান জার্নাল ল্যানসেটে প্রকাশিত এই রিপোর্ট রাশিয়ার ভাকসিনের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিল। আশা করা যায়, হু-ও তা মেনে নেবে। ইতিমধ্যেই ইরান সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ও ভারত রাশিয়ার কাছে এই ভাকসিন চেয়ে রেখেছে।