Last Updated on September 18, 2020 4:53 PM by Khabar365Din
শিলিগুড়ি। পর্যটকদের জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোয় পুজোর উপহার হাতি সাফারি। করোনা আবাহে গৃহবন্দী জীবন থেকে রেহাই পেতেই পুজোর বোনাস হিসেবে পর্যটকদের জন্য এই বাড়তি উপহার নিয়ে আসছে রাজ্য পর্যটন দপ্তর। নিউ-নর্মাল ফেসে পুজোর আগে পর্যটকদের জন্য নতুন চমক নিয়ে খুলে যাচ্ছে গাজলডোবায় ভোরের আলোর দাঁড়। কোমড় বেঁধে চলছে তারই প্রস্তুতি।পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে চারটি হাতি আনা হবে ভোরের আলোয়। ইতিমধ্যেই বনদপ্তরের তরফে সেই হাতি গুলিকে এনে রাখা হয়েছে জলদাপাড়ায়। এদিকে ভোরের আলোয় পিলখানা তৈরি হয়ে গিয়েছে। ফেন্সিংয়ের কাজও প্রায় শেষ। পর্যটন দপ্তরের এক আধিকারিক জানান অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ শুরু হয়ে যাবে ট্রায়াল রান। পর্যটকদের ভোরের আলোয় হাতি সাফারির জন্য প্রকল্পের ডিপিআরে ১.৫,৩.৫ ও ৪ কিমি তিনটি পৃথক রুটের উল্লেখ্য করা হয়েছে। তারমধ্যে অত্যন্ত দুটি রুটে হবে ট্রায়াল রান। বনদপ্তরের নির্দেশিকা অনুযায়ী হাতিপিছু একজন করে থাকছে মাহুত।ভোরের আলোয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন প্রকল্প আর তা ঢেলে সাজাতে বিন্দু মাত্র খামতি রাখতে নারাজ রাজ্য পর্যটন দপ্তর। মুখ্যমন্ত্রীর চলতি উত্তরবঙ্গ সফরেই পর্যটকদের জন্য সুখবর শোনাতে পারে ভোরের আলো। ইকো কটেজের বুকিং সাইট দ্রুত পুজোর আগেই খুলে দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।