Last Updated on September 19, 2020 6:08 PM by Khabar365Din
৩৬৫ দিন: দিল্লি-সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক ভেস্তে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই এর গোয়েন্দাদের তৎপরতায়। কেরল এবং বাংলায় মোট ১১ টি জায়গায় তল্লাশি চালিয়ে লাদেনের আল-কায়েদার সঙ্গে যুক্ত মোট ৯ জন জিহাদি জঙ্গি গ্রেফতার করল এনআইএ।
মুর্শিদাবাদ থেকে ধৃতদের নাম নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়েন আহমেদ, আল মামুন কামাল এবং অতিতুর রহমান। তারা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। কেরালায় এএনআইয়ের জালে পড়েছে মোশারাফ হোসেন, ইয়াকুব বিশ্বাস এবং মুরশিদ হাসান। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আজ কেরল ও পশ্চিমবঙ্গের আদালতে তোলা হবে।