নেইমার, ডি মারিয়া সহ পিএসজির তিন ফুটবলার করোনা আক্রান্ত

0

Last Updated on September 2, 2020 11:38 PM by Khabar365Din

৩৬৫ দিন। করোনা আক্রান্ত হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বুধবার ফরাসি ক্লাব পিএসজি এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের তিন ফুটবলারের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। কিন্তু আক্রান্তদের নাম প্রকাশ করা হয়নি। ফরাসি সংবাদপত্র ডেইলি লিকুইপের দাবি নেইমার সহ আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনার্দো প্যারেডস করোনা আক্রান্ত। গতমাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর আর কোনও ম্যাচ খেলেনি পিএসজি। আগামী ১০ সেপ্টেম্বর ফরাসি লিগে অভিযান শুরু করবে পিএসজি। তার আগে দলের তিন ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় যথেষ্ট বিপাকে পড়ে গেছে এই ফরাসি ক্লাবটি । এবং অভিযান ম্যাচে দল নামানো নিয়েও সংসয় তৈরি হয়েছে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর পিএসজি ফুটবলাররা পরিবার নিয়ে ছুটি কাটাতে ইবিজা সমুদ্রসৈকতে গিয়েছিল। সেখানে বাকি ফুটবলারদের সঙ্গে নেইমার, ডি মারিয়ারাও ছিলেন বলে শোনা যাচ্ছে। ফলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দলের তিন ফুটবলারের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। তিনজনেই স্বাস্থ্যসুরক্ষা বিধির আওতায় রয়েছে। এবং দলের বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের আবারো টেস্ট করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here