Last Updated on September 11, 2020 11:38 AM by Khabar365Din
৩৬৫দিন। শুক্রবার সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্য পুলিশের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়ের। পুলিশ সূত্রে খবর,তাঁর সঙ্গেই মৃত্যু হয়েছে তার দেহরক্ষী তাপস বর্মন ও ড্রাইভার মনোজ সাহারও। দেবশ্রী চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি। ২০১০ সালে উত্তর বন্দর থানার প্রথম অফিসার ইনচার্জ পদে পোস্টিং হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ছ’টা নাগাদ হুগলির দাদপুরের কাছে হোদলা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দেবশ্রী চট্টোপাধ্যায়ের স্করপিও গাড়িটি। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ঘটনাস্থলেই গাড়িটি দুমড়মুচড়ে যায়।
দুর্ঘটনার পরে আহত তিন জনকেই চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাদপুর থানার পুলিশ। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সৎ ও দক্ষ পুলিশ অফিসার হিসেবে দেবশ্রীর যথেষ্ট সুনাম ছিল কলকাতা ও রাজ্য পুলিশে।