Last Updated on September 2, 2020 9:01 PM by Khabar365Din
৩৬৫ দিন: নয়াদিল্লি। দেশের সার্বভৌমত্ব এবং নাগরিক সুরক্ষার প্রশ্নে পাবজি গেম সহ মোট 118 চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে 118 মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়। আজ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ঝুঁকির মাত্রা বিবেচনা করে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক। এমন একাধিক অভিযোগ জমা পড়েছে, যেখানে বলা হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের বেশ কিছু অ্যাপ অবৈধ ভাবে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করছে। অর্থাৎ, এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে। প্রশ্নের মুখে পড়ছে দেশের সুরক্ষা।
প্রসঙ্গত, এর আগে 29 জুন টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ মোট 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীর সরকারের তরফে। কিন্তু তার পরেও ইন্টারনেটে বিভিন্ন ভিপিএন ব্যবহার করে টিকটক লাইট নামে ভারতে চলছিল টিক টক সহ বেশ কিছু নিষিদ্ধ গেম এবং অ্যাপ। আজ টিকটক লাইট সহ নিষিদ্ধ তালিকায় থাকা সেই সমস্ত অ্যাপগুলিকেও নিষিদ্ধ করলো কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক। আজ নিষিদ্ধ হওয়া চিনা অ্যাপ গুলির মধ্যে রয়েছে জনপ্রিয় উইচ্যাট ওয়ার্ক, লুডো ওয়ার্ল্ড লুডো সুপারস্টার, চেস রাশ, গ্যালারি ভল্ট, স্মার্ট অ্যাপ লক, অ্যাপ লক, ডুয়াল স্পেস, মাফিয়া সিটি, বিউটি ক্যামেরা প্লাস-এর মত মোবাইল অ্যাপ।