Last Updated on September 13, 2020 8:04 PM by Khabar365Din
৩৬৫ দিন: মুম্বই। অক্ষয় কুমারের মতো কোন বলিউড স্টার এখনো পর্যন্ত মুম্বইকে কঙ্গনা রানাওয়াত এর মত অভিনেত্রী পাক অধিকৃত কাশ্মীর বলে অপমান করার পরেও কোনো প্রতিক্রিয়া দেননি। এঁরা কি শুধুই মুম্বাইতে অর্থ উপার্জন করতে আসেন? মুম্বইকে ভালবাসলে এতক্ষণে বলিউডের অন্তত অর্ধেক অভিনেতা-অভিনেত্রীর উচিত ছিল মুম্বইয়ের অপমানের বিরুদ্ধে মুখ খোলা। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশীর্বাদধন্য কঙ্গনা রানাওয়াত বিরুদ্ধে অক্ষয় কুমারের মতো নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এবং বিজেপিপ্রেমী অভিনেতা মুখ খুলবেন না, তাও এদিনের লেখাতে পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এভাবেই এবারে বিজেপি ঘনিষ্ঠ ক্ষয় কুমার সহ বলিউড সেলিব্রেটিদের উদ্দেশ্যে বাউন্সার দিলেন শিবসেনা মুখপাত্র রাজ্যসভার সংসদ সঞ্জয় রাউত। পাশাপাশি তাঁর আহ্বান, মুম্বইকে শুধু অর্থ উপার্জনের জায়গা না ভেবে মুম্বাইয়ের সম্মান রক্ষার্থে এগিয়ে আসুন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা।
শুধু তাই নয় শিবসেনার তরফে সরাসরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা বিজেপির দেবেন্দ্র ফড়নবিশকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, মুম্বাই শুধুমাত্র শিবসেনা-এনসিপি অথবা কংগ্রেসের নয়, মুম্বাই কিন্তু বিজেপির-ও। সংকীর্ণ দলীয় স্বার্থ এবং ষড়যন্ত্র ছেড়ে এখনো পর্যন্ত বিজেপি কেন মুম্বাইয়ের সম্মান রক্ষার জন্য কঙ্গনার এই তীব্র অপমানজনক বক্তব্যের বিরোধিতা না করে তাকে সমর্থন যুগিয়ে চলেছে? প্রসঙ্গত, কদিন আগেই মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর এর সঙ্গে তুলনা করে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারকে বিধর্মী এবং হিন্দু সভ্যতার উপরে আক্রমণকারী বাবর বলে অশালীন আক্রমণ করেছিলেন কঙ্গনা রানাওয়াত।