Last Updated on September 22, 2020 11:21 AM by Khabar365Din
৩৬৫ দিন: নয়াদিল্লি। আমাকে বহিষ্কার করতে পারেন, কিন্তু দেশের সম্মিলিত বিরোধীদের প্রতিবাদকে স্তব্ধ করতে পারবেনা কেন্দ্রীয় সরকার। সারারাত সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দেওয়ার পরে আজ সকালে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
রাজ্যসভায় জোর করে কৃষি বিল পাসের বিরোধিতা করায় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন-সহ ৮ সাংসদকে বহিষ্কার করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি নজিরবিহীনভাবে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তি পাদদেশে তাঁরা রাত জেগে ধর্নায় বসেন। আজ সকালের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং ধর্না মঞ্চে এসে তাদের চা চক্রে যোগ দেওয়ার অনুরোধ করেন, কিন্তু প্রতিবাদী সাংসদরা তা নাকচ করে দেন।