Last Updated on September 24, 2020 8:26 PM by Khabar365Din
৩৬৫ দিন। বার্লিন। অ্যালেক্সি নাভালনি নামক কাঁটা, সম্ভবত এ দফায় আর উপড়ে ফেলা হল না ভ্লাদিমির পুতিনের। এর আগে ভেন্টিলেটর থেকে সুস্থ করে নাভালনিকে বের করেছিলেন বার্লিন চ্যরেট হাসপাতালের চিকিৎসকরা। আস্তে আস্তে কথা বলাও শুরু হয়েছিল তার। এদিন সকালে হাসপাতালের করিডোরে কিছুক্ষণ হাঁটলেন রাশিয়ার অন্যতম এই বিরোধী নেতা। চিকিৎসকদের অনুমান আর কয়েক দিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। নাভালনির ওপর নভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন আলেক্সি নাভালনি। তাকে জরুরি অবতরণ করাতে হয় ওমক্স শহরে। হাসপাতালে দু’দিন চিকিৎসার পর তাকে জার্মানির বার্লিনে চ্যরেট হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসকদের দাবি, নাভালনির ওপর নভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। চায়ের মধ্যে বিষ আকারে এই মারাত্মক নার্ভ এজেন্ট মিশিয়ে দেওয়া হয়। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করলেও জার্মানি এই রাসায়নিক নার্ভ এজেন্ট যে ব্যবহার করা হয়েছিল সে বিষযষে অনড় থাকে। তারা সুইডেন ও ফ্রান্স থেকে নিরপেক্ষভাবে নাভালনির রক্তের নমুনা পরীক্ষা করায়। সেই রিপোর্টেও নভিচকের উপস্থিতি পাওয়া যায়। ফলে রাশিয়া ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে।