লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, সতীদাহ দেখছি যেন – অর্থনীতিবিদ কৌশিক বসু

0

Last Updated on September 11, 2020 6:57 PM by Khabar365Din

৩৬৫ দিন ।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে মিডিয়া ট্রায়াল, কাঠগড়ায় সবথেকে দুর্বল অপরাধী অখ্যাত অভিনেত্রী রিয়া চক্রবর্তী । আগেই তাকে নিয়ে নির্লজ্জ আক্রমণ, কালা জাদু, মহিলাদের প্রতি বিদ্বেষ, মায় বাঙালিদের প্রতি জাতিগত আক্রমণ সবই চলেছে সোশ্যাল মিডিয়ায় । রিয়ার গ্রেফতারির পর সেই হিংস্র উল্লাস আরও স্পষ্ট । এবার এই ঘটনাকেই সতীদাহের সঙ্গে তুলনা করলেন বিশিষ্ট, অর্থনীতিবিদ কৌশিক বসু । তিনি টুইটে লেখেন, যেভাবে রিয়া চক্রবর্তীকে প্রকাশ্যে নির্লজ্জ আক্রমণ করা হচ্ছে, তা দেখে সতীদাহের কথা মনে পড়ে যাচ্ছে । যখন কোনও মহিলাকে সহমরণের জন্য চিতায় তোলা হতো, তখন জনতা এমন হিংস্র উল্লাসে ফেটে পড়তো । আধুনিক ভারতেও এই ঘটনা চলছে দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে । এখানে আইনি বা বেআইনির প্রশ্ন নয়, সামাজিক মূল্যবোধের প্রশ্ন । সামাজিক নৈতিকতাকে উন্নত মানের করে তুলবে এমন নেতার প্রয়োজন আজ । ওয়ার্ল্ড ব্যাংকের প্রাক্তন অর্থনীতিবিদ কৌশিক একা নন, রিয়া চক্রবর্তীর ওপর এই গণ বিচারের বিরোধিতা করেছেন একাধিক ব্যক্তিত্ব । তাঁদের মধ্যে যেমন রয়েছেন চলচ্চিত্র জগতের বিশিষ্টরা তেমনই সমাজতাত্ত্বিকরাও উদ্বিগ্ন এই ধরণের গণ মানসিকতায় । রিয়াকে দোষী সাব্যস্ত করে আসল বলিউডি মাফিয়াদের আড়াল করা হচ্ছে বলে মনে করেন অনেকে, আবার কেউ কেউ মনে করছেন বিহারের বিধানসভা ভোটের আগে বলির পাঁঠা করা হচ্ছে তাঁকে । সমাজতাত্ত্বিকদের একাংশের মতে, অভিনেতা মৃত্যুর ঘটনা গৌণ হয়ে গেছে, এখন রিয়াকে যেনতেনপ্রকারেণ শাস্তি দিতে পারলেই শান্তি । সোশ্যাল মিডিয়া এখানে বড় ভূমিকা পালন করছে । দিল্লির সমাজতাত্ত্বিক আয়েশা সিক্রির মতে, ফেসবুক, টুইটার আম জনতার হাতে অস্ত্র তুলে দেওয়ার মতো, কিভাবে অস্ত্র চালাতে হবে তা না জেনেই অনেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে যাচ্ছেন । রিয়ার ঘটনাও তাই বলে মনে করেন তিনি । আবার বেঙ্গালুরুর মহিলা অধিকার কর্মী পূজা শর্মার মতে পুরুষতান্ত্রিক সমাজ সবসময়ই ভিলেন হিসেবে কোনও মহিলাকে দেখতে ভালোবাসে । তাই এই বিষোদ্গার অস্বাভাবিক কিছু নয় । তবে আশার কথা রিয়ার বিরুদ্ধে এই গণ আক্রমণের বিরুদ্ধে গিয়েও জনমত তৈরি হচ্ছে । জাস্টিস ফর রিয়া হ্যাশট্যাগ প্রবল শেয়ার হচ্ছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here