Last Updated on September 16, 2020 5:15 PM by Khabar365Din
৩৬৫ দিন। সিরাম ইনস্টিটিউটকে আবার অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়াল শেষ করার অনুমতি দিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল দফতর। তবে তারা বিশেষ কিছু শর্ত দিয়েই এই ছাড়পত্র দিয়েছে। সিরাম ইনস্টিটিউটের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার কেন্দ্রীয় সরকারের থেকে এই সম্মতি জানিয়ে বলা হয়েছে, যাতে বিশেষ সতর্কতা অবলম্বন করেই এই ট্রায়াল পুনরায় শুরু করা হয়। এবং যে ব্যক্তির ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে তার সম্পর্কিত সব তথ্য যেন ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়ার কাছে নথিভুক্ত করা হয়। সিরাম ইনস্টিটিউটের তরফ থেকে এই প্রতিশ্রুতি পাওয়ার পরই মঙ্গলবার দুপুর থেকে আবার ট্রায়াল শুরুর অনুমতি এসেছে। গত সাতদিন আগেই এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছিল ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক। সে দেশ সহ জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল ইত্যাদি দেশগুলোতে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল আবার শুরু হয়ে যায়। কিন্তু এদেশে এতদিন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতর ও ড্রাগ কন্ট্রোলের নির্দেশে বিরতি ছিল হিউম্যান ট্রায়ালের। বর্তমানে ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিদিন লক্ষাধিক পার হয়ে যাচ্ছে। এমত অবস্থায় অক্সফোর্ড ভ্যাকসিন বা কোভিশিল্ড এর ট্রায়াল আটকে রাখা মানে পিছিয়ে পড়া। ব্রিটেনে এক বেক্তির দেহে এই ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়াকে মাথায় রেখে ট্রায়াল আটকে রাখার কোনও মানে নেই, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু আগেই জানিয়েছিল। হু বলেছিল, চিন্তার কোনও কারণ নেই, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। নির্দিষ্ট কোনও বেক্তির শরীরে ভ্যাকসিনের বিরূপ প্রভাব মানেই তা নেগেটিভ নয়। আজ অবধি ২৭ হাজার মানুষের ওপর প্রয়োগের পরেই অক্সফোর্ড অস্ট্রাজেনকাকে সফল ঘোষণা করা হয়।