Last Updated on September 20, 2020 5:33 PM by Khabar365Din
বােলপুর থেকে রিপাের্ট সৌমেন্দু ■ ছবি ইন্দ্রজিৎ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পাঁচিল বিতর্ক নিয়ে হাইকোর্টের রায়ের দুদিনের মধ্যে বিশ্বভারতীতে পৌঁছলেন চার সদস্যের কমিটি। রবিবার সকালে বিশ্বভারতীতে পৌঁছে পৌষমেলার মাঠ পরিদর্শনে যান কমিটির সদস্যরা। গােটা | মেলার মাঠটি ঘুরে দেখেন তাঁরা। তাদের সঙ্গে হাজির | ছিলেন বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার সহ | জেলাপ্রশাসনের একাধিক আধিকারিক বৃন্দ। এরপর তারা বিশ্বভারতীর সেন্ট্রাল হলে এক বৈঠকে বসেন। ডেকে পাঠানাে হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বােলপুর ব্যবসায়ী সমিতির সদস্যদের। বােলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংহ জানিয়েছেন, শনিবার শান্তিনিকেতন থানার পক্ষ থেকে তাদেরকে ফোন জানানাে হয়। যে, . হাইকোর্টের রায় অনুযায়ী যে, জাস্টিস এবং অ্যাডভােকেট জেনারেলদের নিয়ে গঠিত চারজন সদস্য | বিশ্বভারতীতে আসছেন তারা মেলার মাঠ ঘুরে দেখবেন। ব্যবসায়ী সমিতির সদস্যরা যেন অবশ্যই কমিটির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের বক্তব্য জানান। সেই মােতাবেক ব্যবসায়ী সমিতির তরফ থেকে চারজন সদস্যকে পাঠাননা। হয়েছে। জানা যায়, হাই পাওয়ার কমিটি মেলার মাঠে পাঁচিল তােলার পক্ষে বিপক্ষে যুক্তিগুলি শােনেন। জেলা। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে জমি জরিপের লােকজন। নিয়ে বিশ্বভারতীর গােটা এলাকার জরিপ করতে। বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলাপ্রশাসনকে ৪ কমিটির সদস্যরা সাফ জানিয়ে দিয়েছেন কোনও নির্মাণ কাজ করা যাবে না। পাঁচিল তােলার প্রশ্নই নেই। মেলার মাঠে অশান্তি নিয়ে যেসব পুলিশি মামলা হয়েছে সেই মামলাগুলাে আপাতত স্থগিত থাকবে। বীরভূমের জেলা শাসক মৌমিতা গােদারা জানিয়েছেন বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলােচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে সমস্ত কিছু জানানাে হবে। পরে জেলাশাসক ও বিশ্বভারতী কর্তৃপক্ষ যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়েছে হাই পাওয়ার কমিটি, বিশ্বভারতী কর্তৃপক্ষ, জেলাপ্রশাসন, প্রাক্তন আশ্রমিকদের সঙ্গে কথা বলেই সব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
