হেপাটাইটিস সি ভাইরাসের আবিষ্কারে নোবেল ত্রয়ীর

0

Last Updated on October 5, 2020 10:00 PM by Khabar365Din

৩৬৫ দিন । চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন হার্ভে জে অল্টার, মাইকেল হটন, চার্লস এম। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করার স্বীকৃতি পেলেন এই ত্রয়ী । সোমবার স্টকহোমে নোবেল পুরস্কার কমিটির প্রধান থমাস পার্লম্যান ঘোষণা করলেন আমেরিকান বিজ্ঞানী চার্লস এম ও হার্ভে জে অল্টার এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হটনের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, গোটা বিশ্বে ৭০ মিলিয়নের বেশি মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। সবথেকে ভয়ঙ্কর হল, প্রতি বছর বিশ্বে প্রায় ৪ লক্ষ মানু্ষের মৃত্যু হয় এই ভাইরাসের কোপে। দীর্ঘস্থায়ী এই রোগটি। লিভারের অসুখ ও ক্যানসারের একটি বড় কারণ হেপাটাইটিস।

পুরস্কারের স্মারক হিসেবে দেওয়া হবে একটি সোনার মেডেল এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার অর্থাৎ ১,১১৮,০০০ ডলার টাকা। নোবেল জুরির বক্তব্য, ‘‌রক্তজনিত হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে নির্ধারিত অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে এই তিন বিজ্ঞানীকে। সারা বিশ্বের মানুষ এই ভয়ানক রোগে ভুগতে পারে। কোনও একটি দেশের বিশেষ রোগ নয় এটি। এর ফলে দেহে লিভার সিরোসিস এবং লিভারের ক্যান্সারের ঝুঁকি বাড়ে।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here