Last Updated on September 16, 2020 11:22 PM by Khabar365Din
৩৬৫ দিন: লন্ডন থেকে সরাসরি চালু হলো কলকাতার উড়ান পরিষেবা। দীর্ঘ 11 বছর পরে কলকাতা এবং লন্ডনের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা শুরু হলো। আজ ভোরবেলা লন্ডন থেকে বন্দে ভারত মিশনে নাম লেখানো 14 জন যাত্রী এসে পৌঁছান উদ্বোধনী বিমানে। বিশ্বজুড়ে করোনা সংক্রমনের জেরে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকলেও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আটকে পড়া ভারতীয়রা দেশে ফিরছেন বন্দে ভারত মিশন এর আওতায়। লন্ডনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রথম দফায় 14 জন যাত্রী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উদ্বোধনী উড়ানে জায়গা পেয়েছেন বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, 11 বছর আগে কলকাতা থেকে সরাসরি লন্ডন যাওয়ার নিয়মিত উড়ান পরিষেবা বন্ধ করে দেয় ব্রিটিশ এয়ারওয়েজ। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বারে বারে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পরে নরেন্দ্র মোদিকে এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে কলকাতার সঙ্গে লন্ডনের সরাসরি উড়ান পরিষেবা চালু অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি মেনেই গতমাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ঘোষণা করেন কলকাতা এবং লন্ডনের মধ্যে সপ্তাহে দুদিন লন্ডন থেকে কলকাতা এবং দুদিন কলকাতা থেকে লন্ডনের উড়ান চলাচল করবে। প্রতি সপ্তাহের বুধবার এবং শনিবার লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর উড়ান ছাড়বে এবং কলকাতা থেকে বৃহস্পতিবার এবং রবিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে বিমান। প্রাথমিকভাবে 24 অক্টোবর পর্যন্ত কলকাতা এবং লন্ডনের মধ্যে সরাসরি উড়ান পরিষেবার সূচি ঘোষণা করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে।