Last Updated on August 31, 2020 4:06 PM by Khabar365Din
৩৬৫দিন। কনটেইনমেন্ট জোনের বাইরে লকডাউন করতে হলে স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি নিতে হবে এমন নির্দেশিকা জারি হলেও সেপ্টেম্বরে রাজ্যের ঘোষিত ৩দিনের সম্পূর্ণ লকডাউনে সহমত পোষণ করল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কনটেনমেন্ট জোনগুলোতে লকডাউনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ালো রাজ্য সরকার।
সোমবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ আরও একমাস বাড়ানো হল। পাশাপাশি ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন পালন করা হবে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য বন্ধ থাকবে সমস্ত স্কুল, আইসিডিএস সেন্টার, কলেজ, ট্রেনিং ইনস্টিটিউট, সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে
কনটেনমেন্ট জোনের বাইরে ২১ সেপ্টেম্বর থেকে খুলবে ওপেন এয়ার থিয়েটার। ৮ সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চলার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। অন্যদিকে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরে
৭,১১,১২লকডাউনের ৩ দিন
রাজ্যে বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন, লোকাল ট্রেন, সরকারি, বেসরকারি অফিস।তবে কৃষি, চা বাগান, ই-কমার্স সহ জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।