Last Updated on February 15, 2023 8:01 PM by Khabar365Din
৩৬৫ দিন। নিউটাউনের সদ্য গঠিত হরিনালয় চিড়িয়াখানায় আকর্ষণ বাড়িয়ে আগামী ১০ দিনের মধ্যেই নিয়ে আসা হচ্ছে মনিপুর থেকে চারটি ড্যান্সিং ডিয়ার। ইতিমধ্যেই এখানে পঞ্চাশটি হরিণ রাখা আছে। তার সঙ্গে এই আরো চারটি ড্যান্সিং ডিয়ার চিড়িয়াখানায় আগত দর্শকদের মন জয় করবে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে তাদেরকে মনিপুর থেকে প্রথমে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হবে। পরে সেখান থেকে নিউটাউনের চিড়িয়াখানায় স্থান দেওয়া হবে হরিণগুলিকে।

রাজ্যের বনমন্ত্রী যদি প্রিয় মল্লিক দাবি করেছিলেন পহেলা বৈশাখের আগেই এই চিড়িয়াখানায় সিংহের দেখা মিলবে। বনদপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে, সিংহের খাঁচা প্রস্তুত করতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পহেলা বৈশাখের মধ্যে কোনোভাবেই সিংহ কে নিউটাউনের চিড়িয়াখানায় দেখতে পাওয়া সম্ভব হবে না। তার সঙ্গেই জানতে পারা গিয়েছে, এই চিড়িয়াখানায় বাঘের খাচা প্রস্তুত করার কাজও শুরু হয়ে গিয়েছে। তার জন্য চিড়িয়াখানায় প্রবেশ পথের ডানদিকে একটি বড় অংশকে ফেন্সিং করে কাপড় দিয়ে ঢেকে সেখানেই বাঘের খাঁচা তৈরির কাজ দ্রুত গতিতে চালাচ্ছে বনদপ্তর। আশা করা যাচ্ছে চলতি বছরের পুজোর আগে এই জায়গায় বাঘ ও সিংহের দেখা মিলবে।