Last Updated on March 6, 2023 9:04 PM by Khabar365Din
দ্বিতীয় হুগলী সেতুর উপর ম্যাটাডোরে আগুন। দমকল সূত্রের খবর, সোমবার বিকেল ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে। চলন্ত ম্যাটাডরে হঠাৎই আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে মালবোঝাই গাড়িটি। গাড়িটি হাওড়ার থেকে কলকাতা দিকে আসছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকেই আগুন লাগে। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। শিবপুর ফায়ার ব্রিগেডের আধিকারিক বিশ্বজিৎ সর্দার বলেন, বিদ্যাসাগর সেতুর মধ্যবর্তী অংশে একটা ছোট হাতি গাড়ি জ্বলছিল। এসে দেখা যায় একটা ছোট হাতি গাড়ির সামনের অংশ জ্বলছিল। গাড়িতে কিছু আয়রন কাটার মেশিন ছিল। এরপর দমকলের দু’টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি করে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান শট সার্কিটের কারণে আগুন লেগেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।