Last Updated on October 31, 2021 10:55 PM by Khabar365Din
৩৬৫ দিন। গোয়া। ফিয়ার ফ্যাক্টর মমতা। মমতাতঙ্ক। গোয়া বিধানসভা নির্বাচনের মাত্র তিন মাস আগে গোয়াতে মমতার সফর আতঙ্ক তৈরি করেছে এতদিন ধরে গোয়ার রাজনীতিতে সমঝোতা করে চালানো ভাজপা, কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির মধ্যে। মমতা গোয়া যাচ্ছেন শোনার পরেই তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনরকম পূর্বনির্ধারিত সূচি ছাড়াই শুধুমাত্র ওর জন্য একের পর এক উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েও উন্নততর গড়ার অজুহাতে অনুষ্ঠান করতে হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মমতা গোয়াতে থাকাকালীন সেখানকার কংগ্রেস সংগঠন তৃণমূলে মিশে যাচ্ছে দেখে পায়ের তলায় মাটি সরে যাওয়ার আতঙ্কে ছুটে গিয়েছিলেন রাহুল গান্ধী এবং পি চিদাম্বরম। এবারে ছুটছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আজ রাত পোহালেই সোমবার সকালে গোয়াতে একের পর এক কর্মসূচির পাশাপাশি দলের সংগঠন ধরে রাখার জন্য যাচ্ছেন কেজরিওয়াল। গত ১৫ দিনের মধ্যে গোয়াতে আম আদমি পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রায় ১৪০০ নেতা ও কর্মী।
তৃণমূলে মিশছে আম আদমি পার্টি
ভোট আসতেই মমতার সফরে আতঙ্কিত হয়ে অরবিন্দ কেজরিওয়াল গোয়া সফরে দৌড়ালেও মূল কারণ গত এক মাসে গোয়াতে আম আদমি পার্টির একের পর এক সাংগঠনিক নেতা-নেত্রী যোগ দিয়েছেন তৃনমূলের। কারণ গত গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি গোয়াতে খাতা খুলতে পারলেও গত পৌনে পাঁচ বছরে ভাজপা শাসিত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে কার্যত কোনো রকম আন্দোলনের না নেমে সমঝোতার রাস্তা বেছে নিয়েছিল। কিন্তু মমতা যেভাবে বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে একা হতে ভাজপা সমস্ত শক্তিকে পরাভূত করেছেন, তা দেখে ভাজপা এর বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে যে সমস্ত নেতারা আম আদমি পার্টিতে গেছিলেন তাঁরা যোগ দিচ্ছেন তৃণমূলে। অর্থাৎ ঠিক কংগ্রেসের মতোই গোয়াতে আম আদমি পার্টির সংগঠন মিশে যেতে শুরু করেছে তৃণমূলে।
আতঙ্কিত কংগ্রেসের বার্তা
এআইসিসি-র তরফে গোয়ার অন্যতম ভারপ্রাপ্ত নেতা দীনেশ গুন্ডু রাও অভিযোগ করেছেন, গোয়ায় কংগ্রেসকে দুর্বল করতে বড়সড় ষড়যন্ত্র করছে তৃণমূল। দীনেশ গুন্ডু রাও অভিযোগ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন, এখনই শক্ত হাতে মোকাবিলা না করতে পারলে গোয়াতে সমস্ত আসনে কংগ্রেসের পক্ষে প্রার্থী দেওয়া সম্ভব হবে না।