বাংলার ফুটবলারদের প্রতি বর্জনার বিরুদ্ধে সরব ক্রীড়া মন্ত্রী অরূপ, এশিয়ান গেমসে ভারতীয় দলে কেন বাংলার ফুটবলার কম

0

Last Updated on September 15, 2023 1:19 PM by Khabar365Din

৩৬৫ দিন। এশিয়ান গেমসে ভারতীয় দলে বাংলার ফুটবলারদের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার যুবকল্যাণ ও ক্রিড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ ক্রীড়া দফতরে সাংবাদিক সম্মেলন করে এশিয়ান গেমসে ভারতীয় দলে বাংলার ফুটবলারদের সুযোগ না দিয়ে কেন্দ্র যে বঞ্চনা করছে তার তীব্র প্রতিবাদ করেন অরূপ। অরূপ বিশ্বাস বলেন, ‘দেশের বাইরে বেরোলেই ভারতীয় ফুটবলের কঙ্কালটা বেরিয়ে যাচ্ছে। কিংস কাপের ইরাক এবং লেবাননের বিরুদ্ধে হার তার জ্বলন্ত প্রমাণ।’

এদিন ভাজপা নেতা কল্যান চৌবের নাম না করে অরূপ বিশ্বাস বলেন, ‘১৫ মাস আগে কেউ একজন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন তারপরেই দেখা গেল জাতীয় দলে বাংলার ফুটবলারদের সংখ্যা কমতে শুরু করেছে।’ প্রসঙ্গত ভাজপা নেতা কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর উদ্দেশ্যে প্রণোদিত হবে বাংলার ফুটবলারদের জাতীয় দল থেকে বাদ দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে বাংলার ফুটবলের বিশিষ্ট জনেরা। এ নিয়ে আগেও সরব হয়েছে তৃণমূল। বাংলার বিশিষ্ট ফুটবলারাও সরব হয়ে এআইএফএফ কে চিঠি দিয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতির কোন বদল হয়নি। অরূপ বিশ্বাস প্রশ্ন তোলেন ,’ভারতীয় দলে প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রবীর দাস, প্রণয় হালদাররা নেই কেন? ভারতীয় দলে কেন তারা জায়গা পেলেন না? তারা কি বাংলার ফুটবলার বলে জায়গা পেলেন না?

এশিয়ান গেমসে এক ঝাঁক তরুণ খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন। বাংলা থেকে শুধু রহিম আলী। জেসিন টিকে, বিষ্ণুর মতন তরুণদের রাখা হল না কেন? বাংলার সঙ্গে বঞ্চনা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।’ বাংলার ফুটবলারদের যোগ্য সম্মান দিচ্ছে বাংলার রাজ্য সরকার। এদিন ক্রীড়া মন্ত্রী বলেন,’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ক্রীড়া দফতরের পক্ষ থেকে সাহায্য করেই চলেছি। গত মরশুমে কন্যাশ্রী কাপের জন্য ১৫ লাখ টাকা দিয়েছি‌। জেলা লীগ (অনূর্ধ্ব১৪-১৭) করার জন্য ৩৫ লাখ দিয়েছি।’ এদিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রতি তীব্র কটাক্ষের সুরে বাংলার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,’এখন তো ভারতীয় ফুটবল দলে সুযোগ পেতে গেলে মাঠে গিয়ে অনুশীলন করার দরকার নেই। বরং জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখিয়ে নিলেই ভারতীয় দলের সুযোগ পাওয়া যায়। কারণ ভারতীয় দল এখন জ্যোতিষীর কথাতেই নির্বাচিত হচ্ছে।’ কীভাবে একত্রিত হয়ে এর প্রতিবাদ জানানো যায় সেই সম্বন্ধেও এদিন বৈঠকে আলোচনা হয়। এদিনের বৈঠকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন আই এফ এ’র সচিব অনির্বাণ দত্ত ও সহ-সভাপতি সৌরভ পাল সহ অন্যান্য আধিকারিকেরা।