পত্নীর পথেই পতিদেব, হলিউডে পা রাখছেন রণবীর সিং

0

৩৬৫দিন। বলিউড পেরিয়ে এবার হলিউডে রণবীর সিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে তিনি একথা জানান। তিনি লেখেন, জঙ্গল জঙ্গল পাতা চালা হ্যায়, এই ব্যাপারটা এবার আরও অনেক বেশি বন্য হতে চলেছে। তাহলে সেফটি-গিয়ার বেঁধে নিন। কারণ যখন খুশি যা খুশি হতে পারে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বিয়ার গ্রিলস এবং নেটফ্লিক্স এর সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিং। তবে ম্যান ভার্সেস ওয়াইল্ড’ নয় নতুন শো। যা সম্পূর্ণ আইডিয়া বিয়ার গ্রিলসের। এটি মূলত ননফিকশন শো হতে চলেছে।

বিগ বাজেটের এই শো পরিচালনা করবেন বিয়ার ব্রিজ এবং সঞ্চালনা করবেন রণবীর সিং। শোনা যাচ্ছে, মাস কয়েক আগে থেকেই নাকি রণবীরের সঙ্গে এই নিয়ে কথা চলছে। তবে এই শো তে পা রাখবেন কি রাখবেন না, তা নিয়েই চিন্তায় মগ্ন ছিলেন বলিউডের এই হ্যান্ডসাম নায়ক। পরে বিয়ার গ্রিলসের সঙ্গে জুটি বাঁধতে পারার অফারের কথা জানতে পেরেই সেকেন্ডের মধ্যেই প্ল্যান চেঞ্জ। নেটফ্লিক্সকে সবুজ সংকেত দেখিয়ে দিলেন রণবীর। এই শো শুটিং হবে সাইবেরিয়াতে। সেখানকার আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য নানারকম ট্রেনিং আপাতত করেই চলেছেন রণবীর সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here