মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক

0

Last Updated on September 11, 2021 12:47 AM by Khabar365Din

মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মনোনয়ন জমা দেওয়ার পর সোশাল মিডিয়ায়


৩৬৫দিন । ভবানীপুরের মানুষের সাথে আমার নাড়ির বন্ধন অচ্ছেদ্য গ্রন্থিতে আবদ্ধ। বাম শাসনে স্বৈরাচারী শাসকের রক্তচক্ষুর পরোয়া না করে তাঁরা আমার সাথে বারংবার প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁদের সবাইকে আমি নত মস্তকে প্রণাম জানাই। বর্তমান কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতি, কোভিড মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থতা, টিকানীতি নিয়ে মিথ্যাচার – এই রাজ্য তথা সমগ্র দেশবাসীকে এক ভয়ানক সংকটের সামনে এনে ফেলেছে। বিভিন্ন সময় বিজেপির নির্মম অত্যাচারের শিকার হয়েছে কৃষক থেকে শ্রমিক, নারী থেকে দলিত। বাংলার মনীষীদের নাম বিকৃত করা বা তাঁদের সম্বন্ধে ভুল তথ্য পরিবেশন – বিগত বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতারা বাংলাকে নিরন্তর অপমান করে গেছেন। টিকা প্রদানে বা প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্যের প্রশ্নেও কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ কারুর দৃষ্টি এড়ায়নি। তাই আরও একবার ধর্মীয় উগ্রপন্থার পৃষ্ঠপোষকদের পরাজিত করে বাংলায় শান্তি, সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে আমি মরণপণ সংগ্রামের জন্যে প্রস্তুত। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মানুষের আশীর্বাদ ও দোয়াকে পাথেয় করে আলিপুর সার্ভে বিল্ডিং-এ আজ মনোনয়ন পত্র জমা দিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here