Last Updated on October 30, 2020 12:27 PM by Khabar365Din
৩৬৫ দিন। বাবু খাইসো? বাবু খাইসোতে বুঁদ হয়ে আছে ঢাকা থেকে রংপুর, সিলেট থেকে ফরিদপুর, বাস টার্মিনাস থেকে ফেরিঘাট, রিকশা স্ট্যান্ড থেকে ট্রেন স্টেশন। কলেজ, চায়ের আড্ডা, ট্রাফিক পুলিশ থেকে স্কুল মাস্টার, চ্যাংড়া ছোকরা থেকে রেডিও জকি , বাংলাদেশের সর্বত্র একই প্রশ্ন, বাবু খাইসো? মাত্র এক মাসে বাংলাদেশের মানুষের কাছে জাতীয় প্রশ্ন হয়ে ওঠা স্লোগানটি আসলে একটি রাপ গানের কলি। যা মাত্র ২৬ দিনে ১৬ মিলিয়ন মানুষ শুনে ফেলেছেন। ডিজে মারুফের এই গানে সুর দিয়েছেন মীর ব্রাদার্স। মিউজিক ভিডিওটি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅপে জনপ্রিয়তা প্রায় উন্মাদনার জায়গায় পৌঁছে গিয়েছে। সাব অলটারন ভাষা, সংলাপ আর দুর্দান্ত অ্যারেঞ্জমেনট গানটির জনপ্রিয়তার অন্যতম কারণ।
আজকাল ভালোবাসা একটু স্ট্রেঞ্জ/
হুটহাট বাবু হুটহাট চেঞ্জ/
কে যেন কার সাথে বোঝা বড় দায়/
এই মিঙ্গেল আর সিঙ্গেল হায়/
সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান/
বাবু খাইসো বাবু খাইসো।
গানের স্রষ্টা ডিজে মারুফ এর আগে একাধিক মিউজিক ভিডিও এবং গানের অ্যালবাম তৈরি করলেও এই প্রথম এই প্রবল জনপ্রিয়তা পেলেন। ক্লাসিকাল গানের তালিম থাকা সত্ত্বেও মারুফ ভিন্ন ধারার গানের প্রতি আকৃষ্ট ছিলেন বরাবর। এবার তাঁর প্রবল সফলতার পিছনে মীর ব্রাদার্সের দুর্দান্ত মিউজিক কাজ করেছে বলে মারুফ জানিয়েছেন। লকডাউনের সময় দীর্ঘ ৬ মাস তাঁরা এই গানটির অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করেছেন। নানা ভাঙা গড়ার পরেই শেষমেশ এই গানটি তৈরি হয় বলে জানায় মীর ব্রাদার্স।