Last Updated on September 26, 2023 6:34 PM by Khabar365Din
৩৬৫ দিন। লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেল ভাজপা শিবির। এনডিএ জোট ছাড়ল তামিলনাড়ুর বিরোধী দল এআইএডিএমকে। সোমবার দলের বৈঠকে সর্বসম্মতিতে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। একটি সভামঞ্চ থেকে শাসক দল ডিএমকের পাশাপাশি সহযোগী দল এআইএডিএমকের কড়া সমালোচনা করেন তামিলনাড়ুর ভাজপা সভাপতি আন্নামালাই। সমালোচনা করতে গিয়ে এআইএডিএমকে প্রতিষ্ঠাতা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকেও নিশানা করতে ছাড়েননি ভাজপা প্রাধান। আন্নামালাইয়ের এই সমালোচনায় ক্ষোভ তৈরি হয় এআইএডিএমকে নেতা-কর্মীদের মধ্যে। সেই সঙ্গে ভাজপার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার জন্য দলীয় নেতৃত্বের উপর তৈরি হয় চাপ। এ নিয়ে সোমবার বৈঠক বসে এআইএডিএমকে নেতৃত্ব। সেই বৈঠকে কেন্দ্রের শাসক জোট এনডিএ-র সঙ্গে সমস্ত রকমের সংশ্রব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে ভাজপার তরফে করা অপ্রোয়জনীয় মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এআইএডিএমকে নেতা কেপি মুনুস্বামী।
যদিও রাজনৈতিক মহলের ধারণা, লোকসভা ভোটের আগে যেভাবে বিরোধী ইন্ডিয়া জোট ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, সেই দিকে তাকিয়েই এনডিএ শিবির থেকে বেরিয়ে এসেছে এআইএডিএমকে। এডিএ জোট ছাড়ার কথা ঘোষণা করার পাশাপাশি দলের ভবিষ্যৎ কর্মপন্থাও ঘোষণা করা হয়েছে দলের তরফে। লোকসভা নির্বাচনে আলাদা ফ্রন্ট গঠন করে তাঁরা লড়াই করবেন বলে জানিয়েছে এআইএডিএমকে নেতৃত্ব। এদিকে, ভাজপার সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করার পর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এআইএডিএমকে কর্মীরা। সোমবার এই সিদ্ধান্ত গ্রহণের পরেই বাজি ফাটিয়ে এআইএডিএমকে কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখ্য, দেশের অন্যত্র ভাজপার ক্ষমতা বৃদ্ধি হলেও, দক্ষিণ বরাবর অধরা তাদের কাছে। মাঝে কর্নাটক দখল করলেও, গত বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। এই পরিপ্রেক্ষিতেই আগামী লোকসভা নির্বাচনে দক্ষিণে আঞ্চলিক শক্তিগুলোর ওপর ভরসা করেছিল এনডিএ শিবির। বিশেষ করে তামিলনাড়ুতে ভালো ফলের জন্য এআইএডিএমকে ছিল ভাজপার প্রধান ভরসা। এই পরিস্থিতিতে জয়ললিতার দল এনডিএ জোট ছেড়ে দেওয়ায় নরেন্দ্র মোদি- অমিত শাহ এর কাছে বিরাট ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।