Last Updated on July 1, 2021 8:38 AM by Khabar365Din
৩৬৫ দিন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বেশি স্পষ্ট হয়ে উঠছে ত্রিপুরার ভাজপা সরকারের ভাঙনের ছবি।
ত্রিপুরার ভাজপা সরকারের শরিক দল আইপএফটি’র সিমনা’র বিধায়ক বৃষকেতু দেববর্মা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগের চিঠি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষকে। আইপিএফটি প্রধান এন সি দেববর্মাকে চিঠির প্রতিলিপি দিয়েছেন, মুখ্যমন্ত্রীকেও।